সোমবার পঞ্চায়েতের ৬৯৮ বুথে পুনর্নির্বাচন! ঘোষণা কমিশনের

Spread the love

মঙ্গলবার পঞ্চায়েত ভোটের গণণা। তার আগে যে সমস্ত বুথে পুনর্নির্বাচন হওয়া দরকার, সেখানে সোমবারই আবার ভোটগ্রহণ করা হবে বলে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের ৬৯৮টি বুথে হবে পুনর্নির্বাচন। সেই সঙ্গে তারা জানিয়েছে, পুনর্নির্বাচন হবে কেন্দ্রীয় বাহিনী দিয়েই। প্রতিটি বুথে থাকবে চারজন করে কেন্দ্রীয় বাহিনী। ভোট শেষের পরেই জেলা প্রশাসনের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সেই রিপোর্ট খতিয়ে দেখে কোন জেলায় কতগুলি বুথে পুনরায় ভোট হবে, তার তালিকা প্রকাশ করেছে কমিশন।

পুননির্বাচন হতে চলেছে-

আলিপুরদুয়ারে ১টি বুথে

বাঁকুড়ার ৮টি বুথে

বীরভূমের ১৪টি বুথে

কোচবিহারে ৫৪টি বুথে

দক্ষিণ দিনাজপুরে ১৮টি বুথে

হুগলির ২৯টি বুথে

হাওড়ার ৮টি বুথে

জলপাইগুড়িতে ১৪টি বুথে

মালদহের ১১০টি বুথে

মুর্শিদাবাদে ১৭৫টি বুথে

নদীয়ায় ৮৯টি বুথে

উত্তর ২৪ পরগণায় ৪৬টি বুথে

পশ্চিম মেদিনীপুরে ১০টি বুথে

পুরুলিয়ায় ৪টি বুথে

দক্ষিণ ২৪ পরগণায় ৩৬টি বুথে

উত্তর দিনাজপুরে ৪২টি বুথে 

ভোটের দিনই ১৫ জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ছাড়াও অরাজকতা, ভোট লুট, ব্যালট বাক্স নষ্ট করা, বুথ দখল, হিংসা, বোমাবাজি, গুলি চালনার অভিযোগ ওঠে। এই মর্মেই বিরোধীদের পাশাপাশি শাসকদল তৃণমূল কংগ্রেসও বেশ কিছু বুথে পুনর্নির্বাচন চেয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিল। প্রসঙ্গত, নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এ বার পঞ্চায়েত ভোট পড়েছে ৮০.৭১ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরে। ৮৪.৭৯ শতাংশ ভোট পড়েছে এই জেলায়। এর পরেই রয়েছে বীরভূমে। ভোট পড়ে ৮৩.১৮ শতাংশ। ভোটের হারে পিছিয়ে রয়েছে পাহাড়। দার্জিলিংয়ে ভোট পড়েছে ৬৫.৮৬ শতাংশ এবং কালিম্পংয়ে ৬৭.২১ শতাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*