ভোটের আগের রাতে নির্দল প্রার্থীর বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা। নির্দল প্রার্থীর ছেলেকে লক্ষ্য করে চালানো গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও, মাথায় গুলি লাগল তাঁর মেয়ের। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়েছে। নির্দল প্রার্থীর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে একটি বুলেট ও একটি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় আতঙ্কিত তারকেশ্বরের নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের টিপনা এলাকার বাসিন্দারা।
পুলিশ সূত্রের খবর, নির্দল প্রার্থীর নাম পিন্টু সিং। ১৪৬ নম্বর গ্রাম সংসদের প্রার্থী তিনি।নির্দল প্রার্থীর অভিযোগ, শুক্রবার গভীর রাতে একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয়ে পরিবারের সবাইকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করে। তিনি বলেন, “আমার ছেলে শ্রীমন্ত সিংকে লক্ষ্য করে প্রথমে গুলি চালায় দুষ্কৃতীরা। ছেলের গুলি লাগেনি। এরপর আমার মেয়ে চন্দনাকে লক্ষ্য করে গুলি চালায় ওরা। ওর মাথায় গুলি লাগে।” আশঙ্কাজনক অবস্থায় চন্দনাকে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, শনিবার ভোটপর্বের শুরুতেই আরামবাগের আড়ান্ডি এলাকায় বোমাবাজিতে জখম হলেন তৃণমূল নেতার ছেলে। তাঁর চোখে আঘাত লেগেছে বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় জামির হোসেন নামে ওই যুবককে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমুল নেতা স্বপন নন্দীর অভিযোগ এখানে নির্দলের লোকজন তাণ্ডব করছে। তিনি বলেন, “ওরাই বোমাবাজি করছে। গুলি করছে। তাতেই আমাদের এক নেতার ছেলে জখম হয়েছেন।”
এদিকে, আরামবাগের আড়ান্ডি ১ নম্বর অঞ্চলের সাতমাসায় নির্দল প্রার্থীর এজেন্টকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। আক্রান্ত যুবক কায়েমউদ্দিন মল্লিকের পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে। দক্ষিণ নারায়ণপুর হাসপাতাল থেকে তাঁকে আরামবাগ হাসপাতালে পাঠানো হয়।
Be the first to comment