পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ভোটারের মৃত্যু

Spread the love

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শনিবার দিনভর উত্তপ্ত ছিল পুরুলিয়া। বিরোধীরা ইচ্ছাকৃতভাবে নানা জায়গায় ঝামেলা সৃষ্টি করেছে । যার জেরে রাজ্যজুড়ে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যেই কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চাকুলিয়ায় একজন সাধারণ ভোটারের গুলিবিদ্ধ হওয়ার খবর মিলেছে যা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য তথা নির্বাচন কমিশনের সঙ্গে বিরোধীদের কম অশান্তি হয়নি, যার জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। কিন্তু ভোটের দিন সাধারণ ভোটার থেকে শুরু করে বিরোধীদলের নেতাদের অনেকেরই প্রশ্ন, কোথায় কেন্দ্রীয় বাহিনী? তাদের তো দেখাই পাওয়া যায়নি ঠিক করে। এমনকী, বাহিনীর সামনে ভোট লুট, ব্যালট ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ভুরি ভুরি। কিন্তু কার্যত নিষ্ক্রয় কেন্দ্রীয় বাহিনীর হাতেই চাকুলিয়া বিধানসভার অন্তর্গত গোয়ালপুকুর থানা এলাকার এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

মৃত যুবকের নাম মোঃ হাসিবুল। জেলা নির্বাচন দফতর সূত্রের খবর, শনিবার বিকেলে গোয়ালপোখর থানার অন্তর্গত ঢুমাগরের ২৫ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন হাসিবুল। সেই সময় সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, যার ফলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিরাপত্তা রক্ষার স্বার্থে পরিস্থিতি আয়ত্তে আনতে কয়েক রাউন্ড গুলি চালায়। সেই গুলিতে মৃত্যু হয় হাসিবুলের।

হাসিবুলের কাঁধে গুলি লেগেছে। তাঁকে উদ্ধার করে প্রাথমিকভাবে কিশানগঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাড়ির লোকজন তাঁকে বিহারের পূর্ণিয়াতে নিয়ে গেছে চিকিৎসার জন্য।

প্রসঙ্গত , এর আগেও রাজ্যের বিধানসভা ভোটে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার পঞ্চায়েত নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ঝরল রক্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*