জটমুক্ত পঞ্চায়েত ভোট! আদালতে শুভেন্দুর আবেদন খারিজ

Spread the love

জটমুক্ত পঞ্চায়েত ভোট। কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেল শুভেন্দু অধিকারীর আর্জি। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, পঞ্চায়েত নির্বাচন নিয়ে এখনই কোনও হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার তা নেবে রাজ্য নির্বাচন কমিশনই।

রাজ্যের ওবিসি সম্প্রদায়ের গণনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পঞ্চায়েত ভোট নিয়ে আদালতে একটি জনস্বার্থ মামলা করেছিলেন শুভেন্দু। তাঁর অভিযোগ ছিল, ২০১১ সালে তফশিলী জাতি এবং উপজাতির গণনা করা হলেও অন্যান্য অনগ্রসর শ্রেণির গণনা হয়নি।

মঙ্গলবার শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে আদালত জানিয়ে দেয় পঞ্চায়েত নির্বাচন নিয়ে এখনই কোনও হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। যা সিদ্ধান্ত নেওয়ার তা নেবে রাজ্য নির্বাচন কমিশনই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*