পঞ্চায়েত নির্বাচনে ভোট পড়ল ৮০.৭১%

Spread the love

পঞ্চায়েত ভোটে হিংসার বিরোধীদের সব কুৎসা উড়িয়ে দিয়ে রাজ্য গণতন্ত্রের উৎসব। ভোট পড়ল ৮০.৭১ %। শনিবার, বিকেল ৫টায় ভোট গ্রহণের নির্ধারিত সময় পর্যন্ত ভোট পড়েছিল ৬৬.২৮ শতাংশ। কিন্তু তারপরও আরও ১৫ শতাংশের মতো ভোট পড়ে। সব জেলা মিলিয়ে পঞ্চায়েতের মোট ভোটের পরিসংখ্যান দাঁড়াল ৮০.৭১ শতাংশে। এই বিপুল ভোটদানের হার সামনে আসায় বিরোধী দল ও কিছু সংবাদ মাধ্যমের তোলা ভোট সন্ত্রাসের অভিযোগ আরও ফিকে হয়ে গেল বলে মনে করা হচ্ছে।

২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে সার্বিকভাবে ভোটগ্রহণ শেষ হয় বিকেল পাঁচটায়। সেইসময় যাঁরা লাইনে ছিলেন, যাঁদের হাতে স্লিপ ছিল, নিয়ম অনুযায়ী তাঁদের ভোট দেওয়ার সুযোগ দিতে হয়। সেই অনুযায়ী, শনিবার বিকেল পাঁচটার পরেও ভোট পড়েছে প্রায় ১৫ শতাংশ।

পরিসংসখ্যান অনুযায়ী,
• সবচেয়ে ভোট বেশি পড়েছে বীরভূমে। সেখানে মোট ভোটের হার ৮৩.২০ শতাংশ।
• তারপরই বেশি ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরে। তাদের ভোট পড়েছে ৮৩.১৪ শতাংশ।
• তার পরেই বাঁকুড়া। সেখানে ভোটের হার ৮৩.০৫ শতাংশ।
• এবার সবচেয়ে কম ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুর। শতাংশের হিসেবে এই জেলায় ভোট পড়েছে ৫৯.১৩।

২০১৮ সালে পঞ্চায়েতে মোট ভোট পড়েছিল ৮২.২৯ শতাংশ। ২০১৮ থেকে এবারের পঞ্চায়েত নির্বাচনে ২ শতাংশ কম ভোট পড়েছে। এই বিপুল ভোট কোন পক্ষের হাত শক্ত করবে তার জবাব মিলবে মঙ্গলবার ব্যালট বাক্স খোলার পর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*