পানিহাটির মহোৎসব তলা ঘাটে দই-চিঁড়ের মেলায় চূড়ান্ত বিশৃঙ্খলা। করোনার জেরে দু’বছর মেলা বন্ধ ছিল। সেই কারণেই এই বছর প্রচুর ভিড় হয়েছে। প্রশাসন ভিড় সামাল দেওয়ার জন্য সবরকম ব্যবস্থা নিয়েছিল। তীব্র গরমে অসুস্থ হয়েছে মৃত্যু ৩ জনের। অসুস্থ প্রায় ১৫ জন।
তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ। দর্শনার্থীদের চাপ সামলাতে না পেরে মেলা বন্ধ করে দিয়েছে প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিস সুপার, জেলাশাসক। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইটে মমতা লিখেছেন, পানিহাটির ইসকন মন্দিরে দণ্ড মহোৎসবে তাপ ও আর্দ্রতার কারণে ৩ জন বৃদ্ধ ভক্তের মৃত্যুর খবর পেয়ে মর্মাহত। পুলিস কমিশনার এবং জেলাশাসক ঘটনাস্থলে গিয়েছেন। আহতদের সমস্ত সাহায্য করা হচ্ছে। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।
Be the first to comment