প্যারাগ্লাইডার নিয়ে নিশ্চিন্তেই উড়েছিলেন যুবক। কিন্তু মাঝ আকাশে বাধল বিপত্তি। প্যারাগ্লাইডার দু’টুকরো হয়ে মাটিতে পড়ে মৃত্যু হল যুবকের। শনিবার বিকেলে ঘটনাটা ঘটেছে কালিম্পঙের ডেলো এলাকায়।
মৃত যুবকের নাম পুরুষোত্তম তিমিলসিনা (২২)। বাড়ি নেপালের পোখরায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পুরুষোত্তমের সঙ্গে তাঁদেরই দলের আরও এক যুবকও প্যারাগ্লাইডিং করছিলেন। তবে তিনি নিরাপদেই নীচে নেমেছেন।
কালিম্পং থানার শীর্ষ আধিকারিক শুভাশিস চাকী জানিয়েছেন, ২০ জনের একটি দল এ দিন কালিম্পঙে বেড়াতে এসেছিলেন। তাঁরা সবাই একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। পুরুষোত্তম ও আরও একজনের প্যারাগ্লাইডিং করার নেশা ছিল। তাঁরা ডেলো এলাকার একটি প্যারাগ্লাইডিং সংস্থার সঙ্গে যোগাযোগ করে এ দিন আকাশে ওড়ার পরিকল্পনা করেন। একজন নিরাপদে নামলেও, ফেঁসে যান পুরুষোত্তম। তাঁর প্যারাগ্লাইডারটি ভেঙে পড়ে। এক টুকরো আটকে যায় গাছের ডালে, অপর অংশ পড়ে একটি বাড়ির ছাদে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কালিম্পং জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয়েছে তাঁর।
ঘটনার পর ওই সংস্থার প্যারাগ্লাইডিং বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর জিটিএ বোর্ডের চেয়ারম্যান বিময় তামাঙ্গ কালিম্পঙে প্যারাগ্লাইডিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
Be the first to comment