২১৮টি হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যানের নাম ঘোষণা করল পশ্চিমবঙ্গ স্বাস্থ্যদপ্তর। সে তালিকায় রয়েছেন দুর্নীতির অভিযোগে বিদ্ধ মন্ত্রী পরেশ অধিকারীও। অতি সম্প্রতি শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে দুর্নীতি করে মেয়েকে শিক্ষক হিসেবে নিয়োগের অভিযোগ ওঠে। এবার কোচবিহার হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন পরেশ অধিকারী।
অতি সম্প্রতি কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে অপসারিত হয়েছিলেন নির্মল মাজি। তাঁর জায়গায় নতুন চেয়ারম্যান হন বিধায়ক ডা. সুদীপ্ত রায়। এবার চিকিৎসক নির্মল মাজিকে আমতা গ্রামীণ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হল।
নতুন এই বিজ্ঞপ্তি অনুসাড়ে সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তো বটেই গ্রামীণ হাসপাতাল পিছুও একজন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। এর ফলে আগামী দিনে রোগী পরিষেবার মান আরও উন্নত হবে বলেই জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা। বীরভূমের দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল আর নাকরাকোন্ডা গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়েছেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। পশ্চিম বর্ধমানের বল্লভপুর গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়েছেন সাংসদ শত্রুঘ্ন সিনহা। দক্ষিণ ২৪ পরগণা নলমুড়ি গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়েছেন সাংসদ মিমি চক্রবর্তী।
হাসপাতালে রোগীর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় দেখভালের দায়িত্ব থাকেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। একইসঙ্গে হাসপাতালে কোনও পরিষেবা জনিত সমস্যা হচ্ছে কি না সেদিকেও কড়া নজর রাখেন তিনি। স্থানীয় জনপ্রতিনিধিরা এলাকার হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হওয়ায় হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন দ্রুত হবে বলেই জানিয়েছেন জনস্বাস্থ্য আধিকারিক ডা. অনির্বাণ দলুই।
Be the first to comment