৩৬ ঘণ্টা ‘নিরুদ্দেশ’ থাকার পর খোঁজ মিলল পরেশ অধিকারীর। সাদা পাঞ্জাবী-পাজামা পরা শিক্ষা প্রতিমন্ত্রী নামলেন কালো কাচে ঢাকা সাদা গাড়িটা থেকে। সোজা চলে গেলেন বাগডোগরা বিমানবন্দরের ভিতরে। যদিও বিমানবন্দরে তাঁর সঙ্গে দেখা গেল না শিক্ষিকা মেয়ে অঙ্কিতাকে। বিকেল ৫টার বিমানে বাগডোগরা থেকে কলকাতায় আসছেন দুর্নীতির দায়ে অভিযুক্ত রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী।
বুধবার ভোরে বর্ধমান স্টেশন থেকে উধাও হয়ে গিয়েছে মেখলিগঞ্জের এই তৃণমূল বিধায়ক। তার পর থেকে ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। রাজ্য পুলিস, রাজ্য সরকার কিছু জানাতে পারেনি। ফোন ছিল পরিষেবা সীমার বাইরে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করায় তাঁর ও তাঁর মেয়ের বিরুদ্ধে দায়ের হয় এফআইআর।
এদিন বেলা ৩টে পর্যন্ত শেষ সুযোগ দেওয়া হয়েছিল তাঁকে। যদিও তখনও তিনি ‘নিখোঁজ’ ছিলেন। ৪টে নাগাদ তাঁর আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য জানান, তাঁর মক্কেল বিমান উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসছেন। এর পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কঠোর মন্তব্য করেন। বিমানবন্দরে পরেশকে দেখা না গেলে তা ভাঁওতা দেওয়ার সামিল হবে বলে মন্তব্য করতে শোনা যায় বিচারপতিকে।
শেষ পর্যন্ত বিকেল ৪টে নাগাদ বাগডোগরা বিমানবন্দরে দেখা মেলে পরেশের। নিজের মেয়েকে বেআইনিভাবে স্কুল সার্ভিস কমিশনে নিয়োগের ক্ষেত্রে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে। গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ পরেশকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন।
Be the first to comment