শনিবার তৃতীয়বার CBI-এর মুখোমুখি হয়েছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এদিন তাঁকে চার ঘণ্টা জেরা করা হয় নিজাম প্যালেসে। জানা গিয়েছে, এদিন CBI দফতর থেকে বেরিয়ে MLA হস্টেলে গিয়েছেন তিনি। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়েও কোনও মন্তব্য করেননি তিনি।
অন্যদিকে, প্রতিদিন নতুন নতুন মোড় নিচ্ছে SSC মামলা। এবার এই মামলায় SSC-র উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা সহ পাঁচজনের বিরুদ্ধে নতুন করে দায়ের করা হয়েছে FIR। সূত্রের খবর, CBI জামিন অযোগ্য ধারা ৪৬৮-এও মামলা রুজু করেছে। পাশাপাশি শান্তিপ্রসাদের সম্পত্তির পরিমাণ কত? বিগত কয়েকবছরে তাঁর সম্পত্তি কতটা বেড়েছে সেই যাবতীয় বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শুক্রবার নিজাম প্যালেসে যান শান্তিপ্রসাদ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ওঁরা আমার থেকে যে যে তথ্য চেয়েছিলেন সবই দিয়েছি। কিন্তু, শনিবার তাঁর নামে নতুন করে দায়ের হয়েছে FIR। স্বাভাবিকভাবেই নতুন মোড় নিল SSC মামলা, মনে করছে অভিজ্ঞ মহল।
উল্লেখ্য, শুক্রবার সকাল ১০টা বেজে ৪০ মিনিটে নিজাম প্যালেসে হাজির হয়েছিলেন পরেশ অধিকারী। এরপর রাত ৮টা বেজে ২৫ মিনিট পর্যন্ত তাঁকে ম্যারাথন জেরা করা হয় বলে সূত্রের খবর। গতকাল রাতে তিনি MLA হস্টেলে ছিলেন। শনিবার তাঁকে ফের তলব করে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা। সেই হাজিরা মোতাবেক শনিবারও নিজাম প্যালেসে যান এই মন্ত্রী। উল্লেখযোগ্যভাবে, পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে বেআইনিভাবে স্কুলে চাকরি করে দেওয়ার অভিযোগ ওঠে। গতকালই তাঁকে স্কুলের চাকরির থেকে বরখাস্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। তাঁর স্কুলে প্রবেশের ক্ষেত্রেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
অঙ্কিতা অধিকারীকে যাবতীয় বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। দুটি কিস্তিতে এই বেতন ফেরত দিতে হবে তাঁকে, নির্দেশ আদালতের। উল্লেখ্য, SSC-র পুরনো তালিকায় একনম্বরে নাম থাকা ববিতা বর্মন অভিযোগ করেছিলেন অঙ্কিতাকে প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল। এই মামলার প্রেক্ষিতেই গতকাল রায় দেয় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। উল্লেখ্য, SSC মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের রক্ষাকবচের আবেদন খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের ‘পদত্যাগ করা উচিত’ মন্তব্যে আপত্তি তুলেছিলেন পার্থর আইনজীবী।
Be the first to comment