৩ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষ, সিবিআই দফতর থেকে বেরোলেন মন্ত্রী পরেশ অধিকারী

রাতে থাকবেন এমএলএ হস্টেলে

Spread the love

প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসবাদের পর সিবিআই দফতর থেকে বের হন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। বৃহস্পতিবার সন্ধে ৭টা ২৫ মিনিট নাগাদ নিজাম প্যালেসের সিবিআই দফতরে ঢুকেছিলেন মন্ত্রী। রাত সাড়ে ১০টা নাগাদ দফতর থেকে বের হন তিনি। এরপর সোজা এমএলএ হস্টেলে যান তিনি। 

৩৬ ঘণ্টা ধরে ‘নিখোঁজ’ ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। দমদম বিমানবন্দর থেকে অবশেষে নিজাম প্যালেসে পৌঁছন তিনি।  FIR দায়ের হওয়ার পর, সিবিআই দফতরে হাজিরা দেন স্কুলশিক্ষা দফতরের প্রতিমন্ত্রী।

আদালত আবমাননার মামলায় মন্ত্রীকে শেষ সুযোগ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশ ছিল, এদিন বিকেল ৩ টার মধ্যে CBI দফতরে হাজিরা দিতে হবে মন্ত্রী। যদি হাজিরা না দেন, তাহলে নির্ধারিত সময়ের পর আদালত পরবর্তী নির্দেশ দেবে। এরপর সিবিআই-কে ইমেল করেন পরেশ অধিকারী। হাজিরা দেওয়ার জন্য সময় চান তিনি। চিঠিতে জানান, ‘কোচবিহারে রয়েছি। সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ কলকাতা পৌঁছব’। যদিও তাতে লাভ হয়নি। উল্টে পরেশ অধিকারী ও তাঁর মেয়ের বিরুদ্ধে FIR করে সিবিআই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*