চারদিকে করোনার দাপট। কড়া বিধিনিষেধ। তার মাঝেই দেদারে পার্টি। কলকাতার পার্কস্ট্রিটের হোটেলে করোনা বিধিকে শিকেয় তুলে জমিয়ে উদ্দাম পার্টিতে মেতেছিলেন অনেকেই। একেবারে উদ্দাম নাচ গান। পার্কস্ট্রিটের একটি অভিজাত হোটেলের দ্বিতীয় ও তৃতীয় তলায় এই পার্টির আয়োজন করা হয়েছিল।
এদিকে করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে পার্টি করাকে ভালোভাবে নেয়নি পুলিশ। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে যায়। এদিকে পুলিশ যেতেই একপ্রস্থ ধস্তাধস্তিও শুরু হয়ে যায়। পুলিশ গিয়ে দেখে একেবারে সাউন্ড বক্স বাজিয়ে পার্টি চলছে। দূরত্ব বিধির কোনও বালাই নেই। বহু জনের মুখেই মাস্ক ছিল না বলে অভিযোগ। গা ঘেষাঘেষি ভিড়ে করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা ছিল। এরপর পুলিশ বাধা দিতেই কয়েকজন পুলিশের উপর চড়াও হওয়ার চেষ্টা করে বলে অভিযোগ।
পুলিশ এরপর ওই হোটেল থেকে ৩৭জনকে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন, পুলিশকে কাজে বাধাদান সহ নানা ধারায় মামলা রুজু করা হয়েছে। একটি মার্সিডিজ গাড়ি সহ আরও দুটি গাড়ি পুলিশ বাজেয়াপ্ত করেছে। একাধিক সাউন্ড সিস্টেমকেও বাজেয়াপ্ত করা হয়েছে। হোটেল মদের বোতল ও গাঁজা মজুত করা হয়েছিল বলেও অভিযোগ। পুলিশ সেগুলিও বাজেয়াপ্ত করে। শহরের অন্য়ত্র করোনা বিধিকে শিকেয় তুলে এই ধরনের পার্টির আয়োজন করা হচ্ছে কি না তা পুলিশ খতিয়ে দেখছে।
Be the first to comment