বড়দিন উপলক্ষে সেজে উঠেছে পার্ক স্ট্রিট, সতর্ক পুলিশ প্রশাসন

Spread the love

বড়দিনের আগেই জমজমাট পার্ক স্ট্রিট । গত ৭ বছরের মতো এবারও ক্রিসমাস ফেস্টিভ্যালের আয়োজন করেছে রাজ্য সরকার । পার্ক স্ট্রির জুড়ে আলোর মেলা । হাজির ভিনদেশি অতিথিরাও ৷ উৎসব মঞ্চে শিল্পীদের সমবেত সঙ্গীত ৷ উৎসবের আমেজ নিতে সন্ধে হতেই পার্ক স্ট্রিটে হাজির আট থেকে আশি ৷ কেউ এসেছেন বন্ধুদের দলে ৷ কেউ বা আবার পরিবারের সঙ্গে ৷ আলো ঝলমলে পার্ক স্ট্রিট দেখে মুগ্ধ বাংলাদেশের অতিথিরাও ৷

দোরগোড়ায় বড়দিন। ফেস্টিভ মুডে শহর কলকাতা ৷ উৎসবের মরশুমে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক পুলিশ প্রশাসন ৷ নেওয়া হয়েছে একগুচ্ছ ব্যবস্থা ৷ শহরজুড়ে নামানো হচ্ছে ১হাজার অতিরিক্ত পুলিশ ৷ পার্কস্ট্রিটে জনজোয়ার সামলাতে নজরদারির দায়িত্বে থাকছেন ডিসি পদমর্যাদার আধিকারিকরা ৷ ২৪ ডিসেম্বর থেকেই শহরের নিরাপত্তা জোরদার করছে কলকাতা পুলিশ ৷

কলকাতার নাইট ক্লাব, বার ও হোটেলে নজরদারি ৷ বাস, মেট্রো, শপিং মলে বাড়তি নজরদারি ৷ নিরাপত্তায় অতিরিক্ত ১০০০ পুলিশ ৷ সাদা পোশাকেও নজরদারি, থাকছে মহিলা পুলিশও ৷ দায়িত্বে ১০ জন ডিসি পদমর্যাদার আধিকারিক ৷ পার্ক স্ট্রিট এলাকায় ১১টি ওয়াচ টাওয়ার ৷ থাকছে ১৬টি পুলিশ সহায়তা কেন্দ্র ৷ ব্রিদ অ্যানালাইজার সহ মোড়ে মোড়ে নাকা চেকিং ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*