গরমের ছুটি কমাল সরকার। আগামী ১০ জুন সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত খুলছে। আজ বৃহস্পতিবার ফেসবুকের মাধ্যমে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দুমাস ছুটির প্রতিবাদে গোটা বাংলাজুড়ে অসন্তোষ তৈরি হয়েছিল। সরকারের এই সিদ্ধান্তে খুশি অভিভাবকরা।
গত কয়েকদিন ধরেই জল্পনা তৈরি হয়েছিল গরমের ছুটি কাটছাঁট করতে পারে শিক্ষা দফতর। গত মঙ্গলবার এই বিষয়ে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পর্ষদ সভাপতি। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়, সরকারি ও বেসরকারি সমস্ত স্কুলেই গরমের ছুটি কমবে। এরপর পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, ছুটি কমানোর প্রস্তাব দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এরপরই এদিন ১০ জুন স্কুল খোলার সিদ্ধান্ত চূড়ান্ত হল। আর তা ফেসবুকের মাধ্যমে সবাইকে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী।
Be the first to comment