‘এ রাজ্যে রথের চাকা গড়াবে না’, বিজেপিকে হুঁশিয়ারি পার্থ চট্টোপাধ্যায়ের; পড়ুন বিস্তারিত!

Spread the love
‘রথযাত্রার নামে উস্কানিই লক্ষ বিজেপির ৷ লোক হবে না বুঝেই আদালতে বিজেপি ৷ ময়দানের কীর্ত্তনসভার লোকও হবে না ৷ বাইরে থেকে গোপনে লোক আনবে বিজেপি ৷ রথযাত্রা নিয়ে প্রশাসন নজর রাখছে ৷ ধর্ম সম্মেলন ভাল কিন্তু রাজনীতি নয় ৷ ধর্ম নিয়ে রাজনীতি করে বিজেপি-ভিএইচপি ৷’ রথযাত্রা নিয়ে এমনটাই মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায় ৷
আগামী ৫, ৭ এবং ৯ ডিসেম্বর তিনটি রথযাত্রা করবে বিজেপি ৷ যা ৪২ টি লোকসভা কেন্দ্রকেই ছুঁয়ে যাবে ৷ তৈরি হয়ে গিয়েছে বিজেপির রথযাত্রার রুটম্যাপও ৷ রাজ্য নেতৃত্বের রুটম্যাপ পাঠানো হয়েছে দিল্লিতে ৷ তারাপীঠ, কোচবিহার, গঙ্গাসাগর থেকে রথযাত্রা করবে বিজেপি ৷ তিনটি রথযাত্রারই উদ্বোধক অমিত শাহ ৷
দোড়গোড়ায় লোকসভা নির্বাচন ৷ লক্ষ্য, বিরোধী শিবিরকে ধরাশায়ী করে দেশের ক্ষমতা দখল ৷ যার জেরে চলছে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি ৷ আগামী ৫ ডিসেম্বর রথযাত্রা করেই ভোটযুদ্ধের সূচনা করতে চলেছে বিজেপি ৷ যাকে ঘিরে একদিকে রাজনৈতিক তরজা । আর একদিকে রথযাত্রার অনুমতি পাওয়া নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন । যার পথচলা শুরু হবে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের হাত দিয়ে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*