মাসানুর রহমান,
বাংলার মণীষীদের প্রতি বিশেষ সম্মানার্থে কলকাতা শহরের আরোও বেশ কিছু প্রান্তে বসানো হচ্ছে মণীষীদের মূতি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে বসানো হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বসানো হবে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের মূর্তি৷
বিজেপি রাজ্য সভাপতি অমিত শাহের র্যালির দিনে অশান্ত হয় কলকাতা সাথে সাথে তার প্রতিক্রিয়ায় অশান্ত হয়ে ওঠে পরিবেশ। এবং এই ঘটনায় তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য। আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন, বাংলার মণীষীদের মূর্তি বসানো হচ্ছে শহরের নামী ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলিতে৷
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বসানো হবে৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বসানো হবে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের মূর্তি৷ পাশাপাশি রাজা রামমোহন রায়ের মূর্তি বসানো হবে কলেজ স্কোয়্যারে৷ এছাড়া বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগর মিউজিয়াম গড়া হবে৷ কলেজ স্কোয়ারে বসানো হবে কাজি নজরুল ইসলামের মূর্তি৷ এবং বিদ্যাসাগর সেতুর সামনে বিদ্যাসাগরের মূর্তি যাতে বসানো যায়, তা নিয়ে ভাবনা-চিন্তা চলছে বলেও জানান পার্থ চট্টোপাধ্যায়৷
Be the first to comment