বিকেল ৫টা ৪০৷ নিজাম প্যালেসে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ সন্ধে ৬টা ৫ মিনিট৷ জিজ্ঞাসাবাদ শুরু হল প্রাক্তন শিক্ষামন্ত্রীকে৷ রাত সাড়ে ৯টা৷ নিজাম প্যালেস থেকে বের হলেন পার্থ৷
সাড়ে তিনঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ৷ অবশেষে বাড়ির পথে রওনা দিলেন পার্থ৷ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগ এবং শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় বুধবার সিবিআইয়ের সদর দফতর নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷ সিবিআইয়ের উচ্চপদস্থ কর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন৷ বেশ কিছু প্রশ্নের উত্তর চান৷
তবে এদিন নিজাম প্যালেস থেকে বের হয়ে একটি কথাও বলেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী৷ স্বাভাবিকভাবেই সাড়ে তিনঘণ্টা এভাবে জেরার পর কিছুটা হলেও ক্লান্ত মনে হয়েছে তাঁকে৷ বয়সের ভার এবং এতক্ষণ সিবিআইয়ের প্রশ্নবাণের মুখে পড়া- এই দুইয়ে মিশ্রণ দেখা গিয়েছে৷
নিজাম প্যালেস থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা হন পার্থ চট্টোপাধ্যায়৷ যেভাবে চালকের আসনে পাশে বসে নিজাম প্যালেসে এসেছিলেন ঠিক সেভাবেই চালকের আসনের পাশের সিটে বসে বেহালার দিকে রওনা হন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷ পার্থর সঙ্গে তাঁর আইনজীবী এবং অন্যান্য পরিচিতরা নিজাম প্যালেস থেকে বের হন৷
বুধবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সন্ধে ৬টার মধ্যে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেন৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যান পার্থর আইনজীবীরা৷ যদিও আইনগত ত্রুটির জন্য সেই আবেদন গ্রহণ করেনি ডিভিশন বেঞ্চ৷ তারপর নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে সিবিআই দফতের পৌঁছে যান পার্থ৷ সূত্রের খবর, শিক্ষামন্ত্রী এভাবে পৌঁছে যাওয়ায় কিছুটা হলেও অবাক সিবিআই কর্তারা কারণ আগামিকাল বৃহস্পতিবার এসএসসি সংক্রান্ত মামলা রয়েছে সুপ্রিম কোর্টে৷ তার আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী এভাবে হাজিরা দেবেন সেটা বুঝতে পারেননি৷ তিনি যে হাজিরা এড়াননি এবং সিবিআইকে তদন্তে সহযোগিতা করছেন সেকথা পার্থর হাজিরার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে যায়৷
Be the first to comment