পার্থর গলায় চেনা দাপট! ফের ৩০ মার্চ পর্যন্ত জেল হেফাজত

Spread the love

আগামী ৩০ মার্চ পর্যন্ত জেলেই কাটাবেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার আদালত এমনই নির্দেশ দিয়েছে। পার্থের সঙ্গে নিয়োগ দুর্নীতির অন্যান্য অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়েরাও জেল হেফাজতে থাকবেন ৩০ মার্চ পর্যন্ত। অন্য দিকে কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, নিলাদ্রী ঘোষেদের আদালত ৬ এপ্রিল পর্যন্ত এবং শান্তিপ্রসাদ সিন্‌হাকে ২৭ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ আদালত।

পার্থ বন্দিজীবন কাটিয়ে ফেলেছেন আট মাস। বৃহস্পতিবার আদালতে সেই আট মাসের হিসাব দিয়ে পার্থ বলেছিলেন, ‘‘মনে হচ্ছে অন্ধকার গুহার মধ্যে রয়েছি।’’ জামিনের আর্জি করে বলেছিলেন, ‘‘শুধু কি রাজনৈতিক নেতারাই প্রভাবশালী? আমি কলকাতায় বড় হয়েছি, আমার একটা বংশপরিচয় আছে। আমি কোথায় চলে যাব?’’ বিচারকের কাছে নিজের কথা বলার জন্য বৃহস্পতিবার পাঁচ মিনিট সময় পেয়েছিলেন পার্থ। সেই পাঁচ মিনিটে আত্মপক্ষ সমর্থনে দীর্ঘ আর্জি জানান পার্থ। একই সঙ্গে বলেন, ‘‘আমার আশা, সত্যের জয় হবে। আইনের উপর আমার আস্থা আছে।’’

কিন্তু পার্থের সেই আবেদনে শেষপর্যন্ত সাড়া মেলেনি। পার্থকে আরও সাত দিন জেল হেফাজতেরই নির্দেশ দিয়েছেন বিচারক।বৃহস্পতিবার নিয়োগ মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালতে শুনানি ছিল পার্থ-সহ সাত অভিযুক্তের। আদালতে ঢোকার মুখে সাংবাদিকদের কাছে তাপস বলেন, ‘‘ম্যাজিশিয়ান কুন্তলকে জিজ্ঞাসা করুন, ও সব জানে।’’
এদিন সকালে কোনও ষড়যন্ত্রের তত্ত্ব নয়, সিপিএম-বিজেপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শাসক দলের নেতাদের বারবার আক্রমণ করতে দেখা যায়, সেই বিরোধী দলনেতার নাম শোনা যায় পার্থর মুখে। আবার ঘনিষ্ঠ মহলে বুঝিয়ে দিলেন, প্রমাণ আছে বলেই শুভেন্দু-সুজনদের নাম বলেছেন তিনি। আদালত কে বিচারকের সামনে স্বর নামিয়ে জামিনের আর্জি জানালেও পরে আদালত থেকে বেরনোর সময় ফের জোর গলায় বলে গেলেন, দলের সঙ্গে ‘আছি আছি আছি।’ পার্থর মুখে পাল্টা অভিযোগ নিয়ে যখন রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে, তখনও একটাই প্রশ্ন ঘোরাফেরা করছিল, আদালতে বিচারককে কী এমন বলবেন পার্থ? কোর্টের বাইরে যাঁর গলায় বিরোধীদের বিরুদ্ধে এমন চড়া সুর শোনা গেল, ভিতরে গিয়ে তিনি এমন আরও অভিযোগ আনবেন না তো?

যদিও বাস্তবে তেমন কিছু ঘটেনি।বেরনোর সময়ও পার্থর গলায় ফিরল চেনা দাপট! ‘পার্থ দা আপনাকে কালিমালিপ্ত করা হচ্ছে…’, গাড়ির দরজা খুলে ঘাড় ঘুরিয়ে উচ্চস্বরে পার্থ জবাব দিলেন, ‘যার নিজের গায়ে কালি লেগে আছে, তারা আবার কি কালিমালিপ্ত করবে?’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*