নিউটাউনের সিলিকন ভ্যালি রূপায়নের ক্ষেত্রে আগামী ১১ আগস্ট দুপুর ৩টের সময় শিল্প সদনের অডিটোরিয়ামে শিল্পপতিদের নিয়ে বৈঠক ডাকলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি জানান রাজ্যের ফোকাস এখন তথ্যপ্রযুক্তি শিল্প। এই ক্ষেত্রে ব্যাপক হারে উন্নয়নের জন্য ইতিমধ্যেই ৩৯ জন শিল্পপতিকে জমি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যে শিল্প তৈরীর জন্য জমির খোঁজ দিয়েছে রাজ্য সরকার। আর এমন বিজ্ঞপ্তি দেখে শিল্প ক্ষেত্রে বিনিয়োগ করার জন্য বেশকিছু সংস্থা আগ্রহ প্রকাশ করেছে বলেও জানা গিয়েছে। এদের মধ্যেই একশ কুড়িটি সংস্থাকে আগামী ১১তারিখ বৈঠকে ডাকা হয়েছে। ওইদিন বিকেল তিনটের সময় শিল্পপতিদের নিয়ে একটি চা চক্রের আয়োজন করা হয়েছে। সেখানে শিল্পপতিদের সঙ্গে কথা বলে তাদের কি সমস্যা রয়েছে তা জানার পাশাপাশি রাজ্যে কিভাবে আরো শিল্প এনে উন্নয়ন করা যায় সেদিকে নজর দেওয়া হবে বলে জানান শিল্পমন্ত্রী।
শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন সাংবাদিক সম্মেলন করে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছু শিল্পপতিদের কথা হয়েছে। তাঁরা ইতিমধ্যে দেখাও করেছেন এবং আলাপচারিতা সারা হয়ে গিয়েছে। শিল্প সদনে এই চা চক্র অনুষ্ঠিত হবে। ৩৯টি সংস্থার নাম জমা পড়েছে। সেখান থেকে একশ কুড়িজন শিল্পপতিদের নিয়ে বৈঠক করা হবে”।
একইসঙ্গে পার্থবাবু জানিয়েছেন, ৩৯জন শিল্পপতি রাজ্যের প্রস্তাবিত সিলিকন ভ্যালিতে জমি পেলেও এখনো প্রকল্পের কাজ শুরু হয়নি। সে ক্ষেত্রে কি কারনে কাজ এগোয়নি বা তাদের সরকারের তরফে আর কি কি সাহায্য লাগবে সেই নিয়েই মূলত আলোচনা হতে পারে প্রস্তাবিত বৈঠকে।
Be the first to comment