নবান্নে পার্থর ঘর থেকে খোলা হলো নেমপ্লেট

Spread the love

বাম আমলে বিরোধী দলনেতার পদ তিনি সামলেছেন। আর তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে গুরুত্বপূর্ণ দফতর দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। গত ১১ বছর ধরে বিভিন্ন দফতরের মন্ত্রী হিসেবে কাজ করেছেন তিনি। দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর এবার সব দফতর থেকে সরানো হল পার্থকে। তিনি এখন ‘প্রাক্তন মন্ত্রী’। হাতে থাকা সব দফতর থেকেই অপসারণ করা হয়েছে তাঁকে। এরপরই নবান্নে তাঁর ঘরের দরজা থেকেও খুলে নেওয়া হল নেমপ্লেট।

তবে ৯ বছর ধরে তাঁর নেমপ্লেট বদলায়নি এমনটা নয়। যখনই দফতর বদলেছে, তখনই নেমপ্লেটে যুক্ত হয়েছে নতুন দফতরের নাম। আর কখনও তাঁকে ওই ঘরে দেখা যাবে কি না, সেই প্রশ্ন রয়েই যাচ্ছে। আপাতত ওই ঘরে কে বসবেন? তারও উত্তর নেই।

ক্ষমতায় আসার পর তাঁকে দেওয়া হয়েছিল শিল্প ও বাণিজ্য দফতরের দায়িত্ব। মাঝে শিক্ষা দফতর সামলেছেন দীর্ঘ সময় ধরে। পরে শিক্ষামন্ত্রী হন ব্রাত্য বসু। আর পার্থকে ফেরানো হয় শিল্প ও বাণিজ্য দফতরে। পাশাপাশি, পরিষদীয় মন্ত্রী ও তথ্য ও প্রযুক্তি মন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলাতেন তিনি। বৃহস্পতিবার নবান্নের তরফে জানানো হয়েছে তিন দফতরের দায়িত্ব থেকেই অব্যাহতি দেওয়া হল পার্থকে। আপাতত ওই দফতরগুলি দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*