পঞ্চায়েতে “মা-মাটি-মানুষের জয় হবে”: পার্থ চট্টোপাধ্যায়

Spread the love

২০২১-এর বিধানসভা নির্বাচন তিনি ছিলেন তৃণমূলের অন্যতম কাণ্ডারি। দলের সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিতেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে বর্তমানে তিনি জেলে। গতবছর ২৮ জুলাই দল তাঁকে বহিস্কার করেছে। আজ গ্রাম দখলের লড়াইয়ে তৃণমূলের এগিয়ে থাকা প্রসঙ্গে কী বলছেন তিনি?
মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পেশ করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। জেল হেফাজত শেষে আদালতে পেশ করা হয় তাঁকে। পার্থ সহ মোট সাতজনকে এ দিন আলিপুর বিশেষ আদালতে পেশ করা হয়। কোর্টে ঢোকার মুহুর্তে দলের মঙ্গলকামনা করলেন পার্থ।সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, “মা-মাটি-মানুষের জয় হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়।”
প্রসঙ্গত, প্রায় এক বছরের বেশি সময় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। জামিন পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি। এই অবস্থায় ইডি-র প্রাক্তন আইনজীবী সামসুদ্দিন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের পক্ষে আলিপুর আদালতে সওয়াল করছেন। আগামী দিনেও তিনি পার্থর জামিন মামলার শুনানিতে থাকবেন বলে জানা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*