‘টাটারা আমাদের শত্রু নয়, অনিচ্ছুক কৃষকদের কাছ থেকে বহু ফসলী জমি নেওয়া হয়েছিল। আমরা জমির স্থান বাছাই নিয়ে বলেছিলাম। টাটার নানা বিজনেস তখনও এখানে ছিল। টাটারা আসলে খুশি হব। অনেক শিল্প আছে রাজ্যে যারা বিনিয়োগ করেছে তাদের উৎসাহিত করতে হবে। আমাদের মূল লক্ষ্য বাংলার কর্মসংস্থান। সেটাই আমাদের সরকারের অগ্রাধিকার। ’জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যাবতীয় মতবিরোধ ভুলে এভাবেই ফের টাটাকে আহ্বান করলেন শিল্পমন্ত্রী।
তিনি আরও জানিয়েছেন’ টাটাদের কোনও প্রপোজাল থাকলে আমরা তাকে স্বাগত জানাব। রিলায়েন্সের মতো বড় সংস্থাও এখানে কাজ করছে। বাংলায় শিল্পায়ন হোক এটা আমরা চাই। কৃষি ও শিল্পের মধ্যে সমণ্বয়ে অগ্রগতি চাই।’ জানিয়েছেন শিল্প মন্ত্রী।
তবে ওয়াকিবহাল মহলের মতে এই সিঙ্গুর সরণি ধরেই একদিন ক্ষমতার মসনদে বসেছিল তৃণমূল। অন্যদিকে সিঙ্গুর থেকে প্রকল্প গুটিয়ে নিয়েছিল টাটারা। এর জেরে তৃণমূলকে নানা প্রশ্নের মুখে পড়তে হয়। তবে এবার তৃতীয়বার ক্ষমতায় আসার পর সেই টাটাকেই বিনিয়োগের জন্য আহ্বান জানালেন শিল্পমন্ত্রী। টাটারা যে শত্রু নয়, সেটাও খোলসা করে জানিয়ে দিতে চেয়েছেন শিল্পমন্ত্রী। পাশাপাশি এই প্রসঙ্গে রিলায়েন্সের প্রসঙ্গও উল্লেখ করেছেন তিনি।
Be the first to comment