সোমবার মুম্বইয়ে জঙ্গি হামলার ১০ বছর পূর্তি হলো। আর এই দিনেই পাঞ্জাবের পাঠানকোট থেকে গ্রেফতার করা হয়েছে ৬ সন্দেহভাজন জঙ্গিকে।
গত সপ্তাহেই পাঞ্জাবের অমৃতসরে নিরঙ্কারী সম্প্রদায়ের এক উৎসবে গ্রেনেড ছোঁড়ার ঘটনা ঘটে। এই হামলায় ৩ জন মারা যান। পুলিশের প্রাথমিক অনুমান এই নাশকতার পিছনে জঙ্গিদের হাত আছে। তার আগের সপ্তাহে পাঠানকোটেই বন্দুক দেখিয়ে একটি এসইউভি গাড়ি ছিনতাই করে পালায় মুখে কালো কাপড় বাঁধা চার ব্যক্তি।
তারপর থেকেই জঙ্গি হামলার আশঙ্কা ছিল পাঞ্জাবে। আর তাই সতর্ক করে দেওয়া হয়েছিল পুলিশ ও নিরাপত্তার সঙ্গে যুক্ত কর্মীদের। রবিবার রাতেই গোপন সূত্রে পুলিশ খবর পায়, সোমবার সকালে পুজা এক্সপ্রেসে চড়ে জম্মু-কাশ্মীর থেকে দিল্লি যাচ্ছে ছয় জঙ্গি। সেইমতো পাঠানকোট স্টেশনে তৈরি ছিল পুলিশ। ট্রেন স্টেশনে পৌঁছাতেই জঙ্গিদের আটক করে পুলিশ।
পাঞ্জাব পুলিশ সূত্রে খবর, এই ছয় জঙ্গির সঙ্গে যোগ রয়েছে কুখ্যাত জঙ্গিপ্রধান জাকির মুসার। এই ছয় জঙ্গিকে ধরে জেরা করছে পাঞ্জাব পুলিশ। ঠিক কী কারণে ওই ছয় জঙ্গি কাশ্মীর থেকে এসেছিল, সেটা জানার চেষ্টা করা হচ্ছে। তাদের কাছ থেকে একটা মোটর সাইকেলও উদ্ধার করেছে পুলিশ। এই মোটর সাইকেল তারা ট্রেনে করেই নিয়ে যাচ্ছিল।
গোয়েন্দা সূত্র খবর, ২০১৬ সালে পাঠানকোটের বায়ুসেনা শিবিরে হামলার পরেই গোটা পাঞ্জাব জুড়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছিল। গোপন সূত্রে খবর ছিল জম্মু-কাশ্মীর, পাঠানকোট ও দিল্লি, এই তিন জায়গা এখন মূলত জঙ্গিদের নিশানায়। কয়েকদিন আগে দিল্লিতে দুই সন্দেহভাজন জঙ্গির লুকিয়ে থাকার খবর এসেছিল পুলিশের কাছে। আর পাঞ্জাব হয়েই জঙ্গিরা রাজধানীর দিকে যেতে পারে, সেই তথ্যও ছিল পুলিশের হাতে।
তারপরেই এ দিন ছয় জঙ্গি গ্রেফতার হওয়ার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে পাঞ্জাব পুলিশ। এই ঘটনার পর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে ওই এলাকায়।
Be the first to comment