পেগাসাস ‘হ্যাক’ নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন, তাঁর ফোনেও আড়ি পাতা হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে কংগ্রেস নেতা পি চিদম্বরম, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের মতো নেতাদের সঙ্গে ফোনে কথা বলারও জো নেই। সেইসঙ্গে নিজের ফোন দেখিয়ে মমতা জানান, তাঁর ফোনের ক্যামেরা ‘প্লাস্টার’ করে দিয়েছেন।
বুধবার শহিদ দিবসের মঞ্চ থেকে মমতা বলেন, ‘আমি চিদম্বরমজির সঙ্গে কথা বলতে পারব না, কারণ আমার ফোন ট্যাপ করা হবে। আমার ইচ্ছা করলেও শরদ পাওয়ারের সঙ্গে কথা বলতে পারব না। আমি দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারব না। শিবসেনার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারব না। ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারব না। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারব না।’
মমতা অভিযোগ করেন, গরিব মানুষের হাতে টাকা দেওয়ার পরিবর্তে ‘স্পাইগিরির’ জন্য কোটি-কোটি টাকা খরচ করছে কেন্দ্রের বিজেপি সরকার। শুধুমাত্র ‘স্পাইগিরি’ করা হচ্ছে, বিজেপি ‘বিটিং (মারধর করছে)’, ‘কিলিং’ (খুন করছে) এবং ‘টকিং টু মাচ অ্যান্ড ডুয়িং নাথিং’-ও (কাজ না করে বেশি কথা বলছে) করছে বলে অভিযোগ করেন মমতা। বলেন, ‘মনে রাখবেন, পেগাসাসের নাম করে আপনার-আমার-সবার ফোন ট্যাপ করেছে। আমি কখন বাড়িতেও ঘুমাচ্ছেন, সেটাও দেখা যাবে। আপনি কী খাচ্ছেন, সেটাও দেখা যাবে। আপনার ব্রেনটাও স্ক্যান করে নিচ্ছে।’
প্রসঙ্গত, রবিবার ‘দ্য গার্ডিয়ান’, ‘ওয়াশিংটন পোস্ট’, ‘দ্য ওয়ার’-সহ ১৭ টি সংবাদমাধ্যমের একটি গোষ্ঠীর প্রতিবেদনে দাবি করা হয়, ‘পেগাসাস’ নামে পরিচিত একটি ফোন হ্যাকিং সফটওয়্যার ব্যবহার করে বিশ্বব্যাপী হাজার-হাজার মানুষকে নিশানা করা হয়েছিল। ‘দ্য ওয়ার’-এর প্রতিবেদনে সোমবার দাবি করা হয়েছে, ভোটকুশলী প্রশান্ত কিশোরের ফোনে আড়ি পাতা হয়েছিল। সম্ভাব্য তালিকায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও ছিল বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। যা নিয়ে সরব হয়েছে তৃণমূল।
মমতার অভিযোগ, তাঁর ফোনেও আড়ি পাতা হয়েছে। কীভাবে সেই ব্যাখ্যাও দেন তিনি। দাবি করেন, অভিষেক এবং পিকের সঙ্গে তাঁর ফোনে কথা হয়। ফলে তাঁর কথায় আড়ি পাতা হচ্ছে। তারপর নিজের ‘প্লাস্টার’ করা ফোন তুলে ধরে মমতা বলেন, ‘পেগাসাস নিয়ে নিয়ে ভাবতে পারেন? আমি একটা কাজ করেছি। আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা আমি পুরো প্লাস্টার করে দিয়েছেন।’ সঙ্গে যোগ করেন, কেন্দ্রের বিজেপি সরকারকেই পুরো ‘প্লাস্টার’ করে দিতে হবে। ‘নাহলে দেশ ধ্বংস হয়ে যাবে।’
যদিও পেগাসাস ‘হ্যাক’-এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের কোনও যোগ নেই বলে দাবি করেছেন দুই শীর্ষ মন্ত্রী। পুরো বিতর্কের সঙ্গে কেন্দ্র বা বিজেপির নাম জড়ানোর জন্য ছিঁটেফোটা প্রমাণও নেই বলে দাবি করেছেন প্রাক্তন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ।
Be the first to comment