অকেজো একাধিক প্রত্যঙ্গ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মোশারফ, জানাল পরিবার

Spread the love

একাধিক অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে। স্বাভাবিক জীবনে ফেরা অসম্ভব। শ্বাস চললেও জীবন যেন মৃত্যুর দোরগোরায়। পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশারফের পরিবারের তরফে এমন বিবৃতি দেওয়া হয়েছে।

শুক্রবার ছড়িয়ে পড়ে মৃত্যু হয়েছে পারভেজ মোশারফের। বেশ কিছু প্রথম শ্রেনির প্রথম সারির পাক সংবাদমাধ্যম ফলাও করে সেসব প্রচারও করে। যদিও কিছুক্ষণের মধ্যে মোশারফ বেঁচে আছেন বলে টুইট করে দেশের কয়েকজন প্রবীণ সাংবাদিক।

তারপরেই দুবাই থেকে পারভেজের পরিবার জানায়,’পারভেজ মোশারফ ভেন্টিলেটরে নেই। অসুস্থতার (অ্যামাইলয়েডোসিস) জটিলতার কারণে গত ৩ সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। রোগটি এমন এক পর্যায়ে যাচ্ছে, যেখান থেকে সুস্থ হওয়া সম্ভব নয়। অঙ্গগুলি আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দিচ্ছে।’ এর পরেই পরিবারের আবেদন, মোশারফের দৈনন্দিন জীবনযাপনে স্বাচ্ছন্দ্যের জন্য প্রার্থনা করুন।

পাকিস্তানের প্রাক্তন সেনানায়ক থেকে দেশের সর্বোচ্চ আসনে বসেছিলেন মোশারফ। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে স্বেচ্ছার নির্বাসনে ছিলেন ৭৮ বছর বয়সি প্রাক্তন পাক প্রেসিডেন্ট। এদিন সকালে তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটায় দুবাইয়ের আমেরিকান হসপিটালে তাঁকে ভর্তি করা হয়। একথা সত্যি বেশ কিছুদিন ধরেই অসুস্থ পারভেজ। প্রথমে লন্ডন পরে দুবাইতে এনে তাঁর চিকিৎসা করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*