এক দিন থেমে থাকার পরে আজ, শনিবার আরও দামি হল পেট্রল। কলকাতায় আইওসি-র পাম্পে লিটারে তা পেরোল ১০২ টাকা। এই অবস্থায় চড়া করের জেরে তেলের দর বাড়লে জিনিসের দামে তার বিরূপ প্রভাব নিয়ে আশঙ্কা জানিয়েছে বণিকসভা পিএইচডি চেম্বার।
কিন্তু শুল্ক কমিয়ে দেশে চড়া দরে রাশ টানতে উদ্যোগী হওয়ার বদলে পূর্বসূরীর মতোই নতুন তেলমন্ত্রী হরদীপ সিংহ পুরীও অশোধিত তেলের দাম কমাতে পণ্যটি রফতানিকারী দেশগুলির মন্ত্রীদের বার্তা পাঠাতে ব্যস্ত। কাতার, সংযুক্ত আরব আমিরশাহির পরে এ বার সৌদি আরবের তেলমন্ত্রীকেও সেই আর্জি জানিয়েছেন তিনি।
পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের পর থেকে এ নিয়ে ৪১ দিন বেড়েছে পেট্রল। শহরে আজ দাম ৩৪ পয়সা বেড়ে হয়েছে ১০২.০৮ টাকা। ডিজেল একই রয়েছে, লিটারে ৯৩.০২ টাকা।
Be the first to comment