পূর্ব ঘোষণা মতোই ওয়েস্টবেঙ্গল পেট্রলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের ডাকে ধর্মঘটে সামিল পাম্প মালিকরা। সকাল থেকেই হাওড়ার বিভিন্ন জায়গায় বন্ধ একাধিক পেট্রল পাম্প।
পেট্রল পাম্পগুলিতে ‘নো পারচেজ, নো সেল’-এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিরাট অংশের সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ওয়েস্টবেঙ্গল পেট্রলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের ডাকে মঙ্গলবার সকাল ছ’টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট চলবে বুধবার সকাল ছ’টা পর্যন্ত।
ধর্মঘট ডাকা সংগঠনের সদস্যদের দাবি, পেট্রল-ডিজেলের দাম বেড়েছে। কিন্তু, মালিকদের কমিশন বৃদ্ধি করেনি কর্তৃপক্ষ।
Be the first to comment