ফিলিপাইন্সের উপকূলে ২৫২ যাত্রীসহ এক নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো ১১ জন। যাত্রীদের মধ্যে একজন অস্ট্রেলীয় এবং তাঁর ফিলিপিনো স্ত্রী ছিলেন। বৃহস্পতিবার ফিলিপাইন্সের কুইজন প্রদেশের ডিনাহিকান ও পোলিলো দ্বীপের মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে। বিপজ্জনক আবহাওয়ার কারণেই নৌকাটি ডুবে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে বেশির ভাগ যাত্রীকেই উদ্ধার করা হয়েছে বলে সূত্র থেকে জানা গিয়েছে।
ফিলিপাইন্স কোস্টগার্ডের প্রধান আরম্যান্ড বালিলো বলেন, এমভি মেরক্রাফট-৩ নামের নৌকাটি উদ্ধারে অভিযান চলছে। ফিলিপাইন্স পুলিশের ডাইরেক্টর জানিয়েছেন, নৌকাটি সকাল ৯টা নাগাদ পোলিলো দ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে পথের মধ্যেই এটি ডুবে যায়। তালিকায় থাকা এক অস্ট্রেলিয় সহ বেশির ভাগ যাত্রীকেই উদ্ধার করা হয়েছে। তালিকার বাইরে আরো যাত্রী ছিল কিনা তা অনুসন্ধান করা হচ্ছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। নৌবাহিনীর উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এদিন কোনো টাইফুন সতর্কতা জারি ছিল না। তা সত্ত্বেও সাগর ছিল উত্তাল। একজন জীবিত ব্যক্তি বলেন, নৌকাটি যখন জলেতে ডুবে যায়, তখন নৌকার এক পাশে যাত্রীরা জড়ো হয় যার ফলে নৌকাটি কার হয়ে পড়ে এবং ঝাঁকুনিতে ছিটকে পড়ে অনেকেই।
উল্লেখ্য, ফিলিপাইন্সে ৭০০০ এর বেশি দ্বীপ রয়েছে। এই অঞ্চলে প্রায়ই প্রাকৃতিক দুর্যোগ ঘটে। গত সপ্তাহেই তীব্র বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে নিহত হয় ৪০ জনেরও বেশি মানুষ। এছাড়া, প্রায়ই ফিলিপাইন্সে নৌ-দুর্ঘটনা ঘটে।
তথ্য ও ছবি সূত্র থেকে প্রাপ্ত
Be the first to comment