রাহুল গান্ধি প্রশান্ত কিশোর বৈঠক

Spread the love

মঙ্গলবার ১৩ জুলাই রাহুল গান্ধির বাসভবনে আসেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। শুরু হয় বৈঠক। এই বৈঠকে রাহুল গান্ধি, প্রশান্ত কিশোর ছাড়াও আছেন প্রিয়াঙ্কা গান্ধি ও কে সি বেণুগোপাল। জল্পনা তুঙ্গে যে ২০২৪ লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী একটি ফ্রন্ট গঠন করার লক্ষ্যেই কি এই বৈঠক? প্রসঙ্গত, সম্প্রতি শারদ পাওয়ারের সঙ্গে প্রশান্ত কিশোর দু-বার বিশেষ বৈঠক করেছেন। থার্ড ফ্রন্ট, ফোর্থ ফ্রন্ট এই ধরনের পরিকল্পনার কথা উড়িয়ে দিয়েছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। ওয়ান ইজ টু ওয়ান অর্থাৎ বিজেপির বিরুদ্ধে সব বিরোধী দলগুলিকে এককাট্টা করা, সেই লক্ষ্যেই কি এগোচ্ছেন প্রশান্ত?

প্রসঙ্গত, ২০২১ পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচেন পিকে এবং তাঁর টিম শুধু সফল তাই নয়, তাঁর হাত ধরেই এসেছে ল্যান্ডস্লাইড ভিকট্রি। তাই তাঁর পরামর্শ রাজনৈতিক দলগুলির কাছে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিকে শুধু যে তৃণমূল কংগ্রেসের মেন্টর ছিলেন তাই নয়, এর আগে বিজেপি থেকে শুরু করে, আঞ্চলিক দলগুলিও তাঁর পরামর্শে নির্বাচনে জয়লাভ করে। এক্ষেত্রে একটা কথা বলার আছে, তা হল, ২০১৭ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পরামর্শদাতা ছিলেন তিনি। কিন্তু সেবার তাঁর হাত ধরে বিশেষ কিছু লাভ হয়নি কংগ্রেসের। বিজেপি ক্ষমতায় আসে। যোগী আদিত্যনাথ হন মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ২১৩টি আসন পাওয়ার পর প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে উচ্ছ্বসিত সব রাজনৈতিক দল। পাঞ্জাবের অমরিন্দর সিং-এর উপদেষ্টা হিসেবে ইতিমধ্যেই তিনি নিয়োজিত হয়েছেন। তবে কোনও একটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে চাণক্য পিকে বিজেপি বিরোধী জোট গঠনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ২০২৪-কে পাখির চোখ করছেন এ কথা বলা যায়। তবে ১৩ জুলাই প্রশান্ত কিশোরের সঙ্গে রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধির বৈঠক ২০২২-এর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের রণকৌশল তৈরি করার ক্ষেত্রে প্রথম ধাপ বলেও অনেকে মনে করছেন।

রাহুল-পিকের এই বৈঠকে পাঞ্জাবের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*