ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। ধীরে ধীরে শক্তি বাড়িয়ে তা পরিণত হবে ঘূর্ণিঝড় ইয়াসে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী বুধবার তা আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আজ ১১ টায় পদস্থ সরকারি আধিকারিক ও জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (এনডিএমএ)-র প্রতিনিধি ও টেলিকম, বিদ্যুৎ,অসামরিক বিমান পরিবহণ ও ভূ-বিজ্ঞান মন্ত্রকের সচিবদের সঙ্গে ইয়াস মোকাবিলার প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরাও বৈঠকে যোগ দেবেন বলে খবর।
Be the first to comment