রোজদিন ডেস্ক:-
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বয়স্কদের জন্য একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছ।মোদী মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে, ৭০ বছরের বেশি বয়সী সমস্ত বয়স্কদের ‘আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’-এর সুবিধা দেওয়া হবে।
এই যোজনার সম্প্রসারণের লক্ষ্য হল প্রায় ৪.৫ কোটি পরিবারকে উপকৃত করা, যার মধ্যে ৬ কোটি প্রবীণ ব্যক্তি রয়েছে৷ তারা পরিবার পিছু ৫ লাখ টাকার বিনামূল্যে স্বাস্থ্য বীমা কভার পাবেন।
৭০ বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক, তাদের আর্থ-সামাজিক অবস্থা নির্বিশেষে, এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হবেন। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের বয়সসীমা বাতিল করেছে এবং আয়ুষ্মান প্রকল্পের অধীনে ৭০ বছরের বেশি বয়সী প্রত্যেক বয়স্ক ব্যক্তিকে ৫ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এতে আয়ের কোনো সীমা থাকবেনা।
মন্ত্রিসভার বৈঠকের পরে প্রেস ব্রিফিংয়ে অশ্বিনী বৈষ্ণব জানান যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং দিল্লি এখনও আয়ুষ্মান ভারত প্রকল্প গ্রহণ করেনি এবং দেশের অন্যান্য রাজ্য গুলি কেন্দ্রের এই প্রকল্পের সুবিধা ভোগ করছেন।
এই যোজনার নতুন সংযোজন গুলি দেখে নেওয়া যাক।
আয়ুষ্মান ভারত-এর অধীনে সমস্ত প্রবীণ নাগরিক বিনামূল্যে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা পাবেন।
৬ কোটি প্রবীণ নাগরিককে উপহার দেওয়া হয়েছে এবং ৪.৫ কোটি পরিবার এই প্রকল্পের আওতায় আসবে।
সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে এই পুরো প্রকল্পটি ৭০ বছরের বেশি বয়সী বয়স্কদের জন্য প্রতিটি উপায়ে কভার করা হবে। তাদের অর্থনৈতিক – সামাজিক অবস্থার ভিত্তিতে কোনো বৈষম্য থাকবেনা।
অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে এটি একটি চাহিদা ভিত্তিক স্কিম, এর মোট ব্যয় হবে ৩৪৩৭, কোটি টাকা তবে চাহিদার উপর নির্ভর করে ব্যয় বাড়ানো যেতে পারে।
সরকারি বা বেসরকারি হাসপাতালে অর্থাৎ আয়ুষ্মান ভারত পিএম জন আরোগ্য যোজনার অধীনে যে হাসপাতালগুলি আসে সেখানে ৭০ বছরের বেশি বয়সী বয়স্কদের স্বাস্থ্য বীমা প্রদান করা জরুরী।
যদি প্রবীণ নাগরিকরা ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত-এর আওতায় অন্তর্ভুক্ত পরিবার থেকে থাকেন, তাহলে তারা প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত শেয়ার্ড টপ-আপ কভার পাবেন।
আয়ুষ্মান স্কিমে নথিভুক্ত দেশের সমস্ত হাসপাতালগুলি এই প্রকল্পের সুবিধা দেবে এবং এটি সম্পর্কে খুব ভাল ডিজিটাল অভিজ্ঞতা পাওয়া গেছে।
Be the first to comment