নিজস্ব প্রতিবেদনঃ সমস্যা আর পিছু ছাড়ছে না। এবার সব দিক সামলে সেন্সর বোর্ডের কাছে ছবির মুক্তির আবেদন করেছিলেন সঞ্জয় লীলা বনশালি। কিন্তু সেন্সর বোর্ড সাফ জানিযে দিয়েছে, ছবির আবেদনপত্রে এমন সব কথা লিখেছেন ছবির নির্মাতারা, যাতে নতুন করে বিতর্ক তৈরী হতে পারে। যতক্ষন না সেই সমস্ত বিতর্কিত কথা সম্পর্কে নির্মাতাদের সঙ্গে কথা হচ্ছে, ততক্ষণ এই ছবিকে কোনওরকম সার্টিফিকেট দেওয়া সম্ভব নয়। কিন্তু কোন কোন বিষয় নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি। সেই বিষয়ে অবশ্য মুখ খোলেনি প্রসূন যোশীর নেতৃত্বাধীন সেনসর বোর্ড। তাঁরা শুধু জানিয়েছে, এই বিষয় নিয়ে তাঁরা ছবির পরিচালক নির্মাতাদের সঙ্গে কথা বলতেই আগ্রহী। কিন্তু পদ্মাবতীর দুর্ভাগ্য নিয়ে নানারকম কথা উড়ে বেড়াচ্ছে। শোনা যাচ্ছে, নির্মাতাদের দায়িত্বজ্ঞানহীনতায় নাকি স্বয়ং দীপিকা পাড়ুকোনও বেজায় বিরক্ত। রাজপুত সেনাও প্রতিবাদের আওয়াজ কমিয়ে এনেছিল, ভারতের সংবাদমাধ্যমের অধিকাংশ এই ছবির পাশে, কিন্তু তাঁর মধ্যে এই ঘটনায় বিতর্ক আবার শুরু হতে পারে বলে মনে করছেন সিনেমামহলের অনেকেই।
Be the first to comment