জুলি লাহিড়ী,
চেতনার রঙে মিশে ছিল স্ত্রী, সন্তানের মুখ
বাড়ি ফেরার আনন্দে ভরে উঠেছিল বুক
ছেলেমেয়ে বলেছিল, “বাবা যেওনা এবার তুমি”
বাবা বলে, “ফিরব, মাকে দেখো, কোরোনা দুষ্টুমি”
কাজ সেরে, চকলেট নিয়ে পাড়ি দেবে বাড়ি
তাই তাড়াতাড়ি বেরিয়ে ধরতে হবে গাড়ি
কাজের শেষে বাড়ি ফেরার মনে ছিল তাড়া
একি ! অন্ধকারে নিঝুম রাতে পিছু আসছে কারা ?
আকাশ ঢেকেছে মেঘ কালো অন্ধকারে
কাদের যেন নিঃশ্বাস পড়ছে তার ঘাড়ে ।
পথঘাট, গাছ থমথমে নিস্তব্ধ
শরীর হল কয়েক টুকরো, শ্বাস হল বন্ধ
বাবা ঘরে ফিরবে, অপেক্ষায় ছোট্ট দুটি প্রাণ
দরজায় বাজবে বেল, সজাগ রেখেছে কান ।
একটা দুটো করে কত ঘন্টা হয় পার
কপালে ভাঁজ, বারে স্ত্রীর মনের ভার
গণতন্ত্র রক্ষায় ছিলেন সরকারি কর্মচারী
দুর্ভাগ্যবশতঃ ফেরা হলো না আর বাড়ি ।।
Be the first to comment