পুলিশ ফাঁড়ির ভিতর থেকে মিলল কর্তব্যরত এক পুলিশকর্মীর রক্তাক্ত দেহ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জেলার পুলিশ মহলে। শুরু হয়েছে তদন্ত।
কালনার বুলবুলিতলা ফাঁড়িতে কর্মরত ছিলেন পুলিশ কর্মী মেকালি মাড্ডি। সোমবার সকাল দশটা নাগাদ ফাঁড়ির ভিতর তাঁকে পরে থাকতে দেখেন তাঁর সহকর্মীরা। ধারালো অস্ত্র দিয়ে কাটা ছিল তাঁর গলার নলি। রক্তে ভেসে যাচ্ছিল ঘর। তড়িঘড়ি কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ফাঁড়ির মধ্যে তাঁকে খুন করা হয়েছে না আত্মহত্যা করেছেন তিনি, তা নিয়ে সরগরম জেলার পুলিশ মহল।
ওই পুলিশ কর্মীর বাড়ি বাঁকুড়ায়। তাঁদের খবর দেওয়া হয়েছে। নিজেদের মধ্যে গণ্ডগোলের জেরে তাঁকে খুন করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযোগ করেছেন। তবে পুলিশের দাবি, মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন ওই পুলিশ কর্মী। উচ্চ পদস্থ পুলিশ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে এ ব্যাপারে মুখ খুলতে রাজি নন কেউ। কালনা থানার পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে।
Be the first to comment