বারাসাত কলেজে পুলিশ – ছাত্রের মধ্যে ধুন্দুমার কাণ্ড, মুখ ফাটল পুলিশের

Spread the love

রোজদিন ডেস্ক :- বারাসাত কলেজে ধুন্ধুমার কাণ্ড।রক্তাক্ত পুলিশ বাহিনী। প্রথমে টিএমসিপি ও এসএফআই এর মধ্যে বচসা শুরু হয়। ক্রমে সেই বচসা হাতাহাতিতে পৌঁছে যায়। আর সেই মারামারির মধ্যে পড়ে আহত হয় এক পুলিশ কর্মী।

আরজি কর কান্ডের জামিনের প্রতিবাদে বচসা শুরু হয়। বারাসাত কলেজের গেটের সম্মুখে টিএমসিপি ও এসএফআই এর মধ্যে।
মঙ্গলবার বারাসত কলেজে সেমেস্টার পরীক্ষা চলাকালীন বড়সড় সংঘর্ষে জড়াল এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। কলেজ গেটের সামনে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই আরজি কর কাণ্ডে বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও স্লোগান শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে, এই যুক্তিতে এসএফআই কর্মীদের বাধা দিতে যায় টিএমসিপি। এরপরেই দুই পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়, যা ক্রমে হাতাহাতিতে রূপ নেয়। মুহূর্তে কলেজ চত্বর রণক্ষেত্রের চেহারা নেয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলেজের গেট থেকে বিবাদ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। ১২ নম্বর জাতীয় সড়ক ও শিয়ালদহ-বনগাঁ রেলপথের কাছে বিক্ষোভের প্রভাব পড়ে। যানজটে স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। সংঘর্ষ চলাকালীন এক পুলিশ কর্মী আহত হন। তাঁর মুখে আঘাত লাগার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বারাসত থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের তরফে দুই পক্ষকে সরানোর চেষ্টা করা হলেও প্রাথমিকভাবে তা সম্ভব হয়নি। অবশেষে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*