ত্রিপুরার চার কেন্দ্রের উপ নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলছে সকাল থেকেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উত্তেজনা। এবার এক পুলিসকে ছুরি মারার অভিযোগ উঠল বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
সূত্রের খবর, আগরতলার অভয়নগর এলাকায় বৃহস্পতিবার সস্ত্রীক ভোট দিতে গিয়েছিলেন ওই পুলিসকর্মী। সেই সময়ই আক্রান্ত হন তিনি। ওই পুলিসকর্মীর বয়ান অনুযায়ী, তিনি নিজের পরিবারের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন। সেই সময়ে বিজেপির গুন্ডারা তাঁকে ভোটকেন্দ্রের দিকে যেতে বাধা দেয়।
পুলিসকর্মী সমীর সাহার অভিযোগ, তাঁকে বলা হয়েছিল ভোট না দিয়ে বাড়ি চলে যেতে। তখন প্রতিবাদ করতে গেলেই তাঁর উপরে হামলা চালানো হয়। হাতে এবং পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়। গুন্ডারা তাঁর ভাগ্নে এবং স্ত্রীকেও আক্রমণ করার চেষ্টা করে। তিনি এই ঘটনার জন্য দায়ী করেছেন বিজেপিকে। বর্তমানে আহত ওই পুলিসকর্মী আগরতলার জিবি হাসপাতালে ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার সকাল থেকেই সাংবাদিকদের ওপর হামলা, ভোটারদের হুমকি, পোলিং এজেন্টদের আটকানোর মতো একাধিক ঘটনা ঘটে চলেছে। বৃহস্পতিবার সকালে ৪ কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব শুরুর দিকে শান্তিপূর্ণ পরিস্থিতি থাকলেও পরে গিয়ে উত্তজনা ছড়ায় । একের পর এক অভিযোগ সামনে আসছে। এদিন ভোটগ্রহণের তিন ঘণ্টার মধ্যেই সেই উত্তজনার ছবি সামনে আসে। তৃণমূলের অভিযোগ, ভোটে এহেন প্রহসনের ঘটনায় নির্বাচন কমিশন, পুলিস- প্রশাসন নির্বিকার। কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
এছাড়াও অভিযোগ, আগরতলা বিধানসভা কেন্দ্রের সব পোলিং সেন্টারে ভোটের মেশিনে খুব ধীরে গতিতে ভোট নেওয়া হচ্ছে। তাতে ভোটারের লাইন দীর্ঘ হওয়ার চরম বিপাকে পড়েছেন ভোটাররা।
Be the first to comment