নবান্ন অভিযানে ডিউটি তে থাকা এক ট্রাফিক সার্জেন্ট ইটের আঘাতে গুরুতর আহত, সম্ভবত চোখে না দেখতে পারার আশঙ্কা

Spread the love

অমৃতা ঘোষ:-

গতকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান নিয়ে হলো ধুন্ধুমার কাণ্ড। গুরুতর আহত হলেন কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। একটি চোখ নষ্ট হওয়ার জোগাড় এখন তাঁর। চিকিৎসারজন্য হায়দরাবাদের এল ভি প্রসাদ হাসপাতালে নিয়ে যাচ্ছে সরকার।

মঙ্গলবার, নবান্ন অভিযানের দিন ডিউটিতে ছিলেন তিনি। পরে গন্ডগোল বাড়ায় তাঁদের স্ট্র্যান্ড রোডের দিকে যেতে নির্দেশ দেওয়া হয়। পুলিশের দাবি, রেড রোড ধরে গাড়িতে করে এগোচ্ছিল কলকাতা পুলিশের টিম। ইডেন গার্ডেনের সামনে আচমকা আন্দোলনকারীরা গাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে। উইন্ড স্ক্রিন ফেটে সোজা দেবাশিস চক্রবর্তীর চোখে এসে লাগে একটি ইট। গলগল করে রক্ত বেরোতে শুরু করে। কোনওরকমে গাড়ি ঘুরিয়ে রক্ষা পান তাঁরা। সূত্রের খবর, সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর বাম চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দৃষ্টিশক্তি ফেরার সম্ভাবনা খুবই কম সম্ভাবনা বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসার জন্য দেবাশিস চক্রবর্তীকে হায়দরাবাদের এল ভি প্রসাদ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*