ভোট-পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই তদন্তের প্রয়োজন রয়েছে ৷ রিপোর্টে জমা দিয়ে আদালতকে সুপারিশ করল জাতীয় মানবাধিকার কমিশন।
ভোট-পরবর্তী হিংসার মামলায় গত ১৩ জুলাই কলকাতা হাইকোর্টে খামবন্দি রিপোর্ট পেশ করেছিল জাতীয় মানবাধিকার কমিশন। সেই রিপোর্টের কপি মামলার সব পক্ষের হাতে পৌঁছেছে বৃহস্পতিবার। সেখানে ভোট-পরবর্তী হিংসার ঘটনায় রাজ্যের পরিস্থিতিকে আইনের শাসন নয়, বরং শাসকের আইন বলে উল্লেখ করেছে জাতীয় মানবাধিকার কমিশন নিযুক্ত কমিটি।
কমিটির বক্তব্য, পুলিশ কার্যত কিছুই করেনি। রাজ্য প্রশাসনের উপর থেকে সমস্ত রকমের বিশ্বাস চলে গিয়েছে মানুষের। খুন, নির্যাতনের ঘটনা ঘটেছে এত পরিমাণে যে মানুষ ভয়ে কথা বলতে পারছে না। খুন, ধর্ষণের মতো ঘটনায় সিবিআইকে দিয়ে তদন্ত করানো প্রয়োজন। অন্যান্য মামলাগুলির ক্ষেত্রে বিশেষ আদালত তৈরি করে বিচার করার প্রয়োজন রয়েছে। এই বিশেষ আদালতের দায়িত্বে থাকবে একটি এসআইটি (SIT)।
পাশাপাশি ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সিএপিএফ (CAPF) নিরাপত্তার ব্যবস্থা করা জরুরি। বিশেষ করে মেয়েদের জন্য বিশেষ নিরাপত্তার সুপারিশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন নিযুক্ত কমিটি।