ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন রাজ্যের

Spread the love

ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন রাজ্যের। রাজ্যের আবেদন, ২ জুলাই পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ যে নির্দেশ দিয়েছে, তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হোক।

রাজ্যের আবেদনে বলা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন যে অন্তর্বর্তী রিপোর্ট গত ৩০ জুন কলকাতা হাইকোর্টে দাখিল করেছিল, সেই রিপোর্টের বিষয়ে মামলাকারীকে (রাজ্যকে) কিছু জানানো হয়নি । ফলে রাজ্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়নি । রাজ্য নিজেদের বক্তব্য জানানোরও সুযোগ পায়নি । তাই আদালতের এই রায় পুনর্বিবেচনা করা হোক।

গত ২ জুলাই কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে ৷ রাজ্য সেই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি । পুলিশ প্রশাসন সক্রিয় হয় হিংসার ঘটনা প্রতিরোধ করার চেষ্টা করেনি । বিচ্ছিন্ন ঘটনায় বেশ কয়েকজন মারা গিয়েছেন ৷ যৌন নির্যাতনের ঘটনাও ঘটেছে । এমনকি নাবালিকাও ছাড় পায়নি । নৃশংসভাবে নির্যাতন করা হয়েছে ৷ বহু ব্যক্তি দিনের-পর-দিন ঘরছাড়া ৷ তাঁদের ঘরবাড়ি সম্পত্তি নষ্ট করা হয়েছে ।

যদিও রাজ্য এখনও পর্যন্ত সেই পরিবেশ তৈরি করতে পারেনি, যাতে করে আক্রান্তরা নিরাপদ বোধ করতে পারেন । পুলিশ কিছু ক্ষেত্রে অভিযোগ গ্রহণ করেছে । বহু ক্ষেত্রে এফআইআর দায়ের করেছে আদালতের নির্দেশের পর । অনেক সময় আক্রান্তরা ভয় অভিযোগ জানাতে পারেননি ৷ জাতীয় মানবাধিকার কমিশনকে আদালত দায়িত্ব দেওয়ার পর প্রচুর অভিযোগ জমা পড়েছে ।

২ জুলাইয়ের শুনানিতে জাতীয় মানবাধিকার কমিশনের মেয়াদ ১৫ জুলাই পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয় আদালত। একইসঙ্গে ওইদিন পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ পুলিশকে এফআইআর গ্রহণের নির্দেশ দেয়। প্রশাসনকে আক্রান্ত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বলা হয়, আক্রান্ত ব্যক্তিদের রেশনের ব্যবস্থা করতে হবে। কারও রেশন কার্ড হারিয়ে গেলে অবিলম্বে তার রেশন কার্ডের ব্যবস্থা করতে হবে। বলা হয়, বেলেঘাটার বিজেপি নেতা অভিজিৎ সরকারের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে হবে কলকাতার আলিপুর কমান্ডো হাসপাতালে।

জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা কলকাতার যাদবপুর এলাকা পরিদর্শনে গেলে বাধার সম্মুখীন হন। সেদিন সেই ঘটনায় ডিসিপি সাউথ সাবার্বান রশিদ মুনির খানকে শোকজ় নোটিশ দেয় আদালত। অন্যদিকে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়, ভোট পরবর্তী হিংসার ঘটনায় প্রয়োজনীয় সমস্ত নথিপত্র সংরক্ষণ করতে হবে। ১৩ জুলাই ফের এই মামলার শুনানি।

রাজ্যের বিরুদ্ধে মামলাকারী আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন,”এর আগেও রাজ্য একবার মামলা পুনর্বিবেচনার আবেদন করেছিল ৷ সেই আবেদন মহামান্য আদালত খারিজ করে দিয়েছিল। এবারও রাজ্যের আবেদন টিকবে না।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*