ভোট পরবর্তী হিংসা মামলায় রায় ঘোষণা হল, সিবিআইকে দেওয়া হল তদন্তভার। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল, বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সুব্রত তালুকদারের বৃহত্তর বেঞ্চে এই গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা হল।
রাজ্যে ভোটের ফল বেরোতেই যে হিংসার ঘটনা ঘটেছিল তা নিয়ে সরকারের বিরুদ্ধে একাধিক পিটিশন জমা পড়েছিল। ১৮ জুন হাইকোর্ট সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশনকে কমিটি গঠনের নির্দেশ দেয়। এরপরই রিপোর্ট জমা দেয় কমিশন। বাংলার গণতন্ত্র বিপন্ন এমনটাই জানায় তারা।
এরপর জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট পড়তে রাজ্যকে ৩১ জুলাইয়ের সময়সীমা বেঁধেও দিয়েছিল কলকাতা হাইকোর্ট। অবশেষে আজ রায়দান।
Be the first to comment