প্রয়াত হলেন বিশিষ্ট সাংবাদিক প্রদীপ্ত শঙ্কর সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। ২৯ জানুয়ারি ২০২৪ তাঁর জীবনাবসান হয়। প্রদীপ্তবাবু অকৃতদার ছিলেন। তাঁর পিতা পূর্নচন্দ্র সেন ছিলেন কলকাতা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা, সভাপতি।
প্রদীপ্ত শঙ্কর সেন তাঁর সাংবাদিকতা জীবন শুরু করেছিলেন দ্য স্টেটসম্যান পত্রিকা থেকে। পরবর্তীতে তিনি সেখানকার চিফ সাব এডিটরও হন। তারপর তিনি হিন্দুস্থান স্ট্যান্ডারডে কাজ শুরু করেন। তিনি অমৃতবাজার পত্রিকার নিউজ এডিটরও হয়েছিলেন। ও হিন্দুস্থান টাইমস পাটনার রেসিডেন্ট এডিটরও হিসাবে কাজ করেছেন। শুধু প্রিন্ট মিডিয়া নয়, প্রথিতযশা এই সাংবাদিক ইলেকট্রনিক মিডিয়াতেও ছিলেন সিদ্ধহস্ত। খবর এখন টেলিভিশন নিউজে একঝাঁক তরুণ সাংবাদিককে গড়ে তোলেন তিনি। যাঁরা আজ বিভিন্ন পত্র পত্রিকা ও সংবাদমাধ্যমে কৃতিত্বের সঙ্গে কাজ করছেন। চলচ্চিত্র জগতের সঙ্গে ছিল তাঁর নিবিড় যোগাযোগ। বিশিষ্ট পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে ছিল তাঁর সখ্যতা। ফিল্ম সোসাইটি মুভমেন্টের সঙ্গে তিনি ওতোপ্রতোভাবে জড়িত ছিলেন। ক্যালকাটা ফিল্ম সোসাইটি যাদের হাত ধরে তৈরি হয় তিনি ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। দক্ষিণ কলকাতার ডোভার লেনের বাসিন্দা এই সংস্কৃতিপ্রেমী মানুষটি ডোভার লেন মিউজিক কনফারেন্সের সঙ্গেও জড়িত ছিলেন। পাশাপাশি সেন্ট জেভিয়ার্স অ্যালমনি অ্যাসোসিয়েশনের সঙ্গেও তাঁর প্রতিনিয়ত যোগাযোগ ছিল। তাঁর মৃত্যুতে সংবাদ জগতে নেমে এসেছে শোকের ছায়া। প্রেস ক্লাবের তরফে সভাপতি স্নেহাশিস সুর ও সম্পাদক কিংশুক প্রামাণিক গভীর শোক ব্যক্ত করেন। রোজদিনের তরফে তাঁর প্রতি রইল আমাদের শ্রদ্ধাঞ্জলি।
Be the first to comment