রাজ্যের অন্যান্য কলেজ-বিশ্ববিদ্যালয়ের মতো এ বার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও স্নাতক ও স্নাতকোত্তর স্তরে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে না। বৃহস্পতিবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।
প্রেসিডেন্সির প্রবেশিকা পরীক্ষা কয়েক বছর ধরে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড নিচ্ছে। প্রেসিডেন্সির পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য বিভাগের পাঁচ বছরের ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির প্রবেশিকা নেওয়াও বন্ধ রাখল বোর্ড।
বুধবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ভার্চুয়াল বৈঠকে জানিয়ে দেওয়া হয়, করোনার এই সময়ে স্নাতক ও স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা নেওয়া যাবে না। শেষ পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি নিতে হবে।
Be the first to comment