পুরী, ৪.১২.২৪ :- প্যাশন, প্রফেশনালিজম, প্যাট্রিওটিজম এই ৩টি পি এর মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর কৃতিত্ব কে তুলে ধরলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।তিনি ৩ বাহিনীর প্রধান বা সুপ্রিম কমান্ডার ও বটে। ৪ ডিসেম্বর ভারতীয় নৌবাহিনী দিবসের অনুষ্ঠানে পুরীতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি। তাঁর বক্তব্যে মনে করিয়ে দিলেন এই দিনটির তাৎপর্য। এলো ১৯৭১ এর ইন্দো পাক যুদ্ধের ভারতীয় নৌ বাহিনীর কৃতিত্ব প্রসঙ্গ। সম্মান জানালেন মহাবীর চক্রে ভূষিত INS খুকরির COMMANDING OFFICER মহেন্দ্র নাথ মোল্লাকে। প্রসঙ্গত, ১৯৭১ সালের ভারত পাক যুদ্ধের সময় ১৪ তম Anti submarine squadron এর নেতৃত্বে ছিলেন তিনি। ৯ ডিসেম্বর দিউ থেকে ঊনসত্তর কিলোমিটার দূরে শত্রু পাক সাবমেরিন জাহাজের সঙ্গে যুদ্ধের সময় তিনি জাহাজের বাকি লোকেদের মুক্ত করে দেন কিন্তু নিজে জাহাজ নিয়ে ডুবে যাওয়া পছন্দ করেন। ভারতীয় সমুদ্র পথের ঐতিহ্যের কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন ২০৪৭ এর আত্ম নির্ভর তথা বিকশিত ভারত গড়ার ক্ষেত্রে ভারতীয় নৌবাহিনীর ভূমিকা অনেক। এই ভাবে তিনি প্রধান মন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে নৌবাহিনীর ভূমিকা প্রশংসা করেন। ৬৩ টি জাহাজ ভারতে স্বদেশী পদ্ধতিতে তৈরি হয়েছে। তার প্রশংসা করে রাষ্ট্রপতি অগ্নিপথ ও অগ্নিবীর দের প্রশংসা করেন। তিনি বলেন এটা খুব গর্বের যে ভারত বিশ্বের আর অন্য মাত্র ৬টি দেশের মতো পারমাণবিক শক্তি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন (SSBN) সমৃদ্ধ দেশ।তিনি প্রশংসা করেন , লেফট্যানেন্ট কমান্ডার দিলনা কে এবং লেফটেন্যান্ট কমান্ডার রূপার যাঁরা INSV তারিণী করে জলপথে ঐতিহাসিক বিশ্ব প্রদক্ষিণ শুরু করেছে। CHIEF OF THE NAVAL STAFF OF INDIA অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী তাঁর ভাষণে ভারতীয় নৌবাহিনীর কৃতিত্ব এবং ইতিহাস ব্যাখ্যা করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন , পরবর্তী পারমাণবিক শক্তি চালিত ব্যালিস্টিক সাবমেরিন ক্ষেপণাস্ত্র ( SSBN) খুব শীঘ্রই আগামী মাসে চালু হবে। তিনি ভারতীয় নৌবাহিনীর তৎপরতা উল্লেখ করতে গিয়ে বলেন আমরা প্রস্তুত ‘ANYTIME ANYWHERE ANYHOW’… রাষ্ট্রপতি ও তিনি ২ জনেই নৌবাহিনীর স্লোগান SHAM NO VARUNAH কথা বক্তব্যের শেষে উল্লেখ করেন। পুরীর ব্লু ফ্ল্যাগ বীচ এ ভারতীয় নৌবাহিনীর অসাধারণ (operational demonstration) প্রদর্শনী হয় এই দিন। লেজার শো, আতশ বাজির রোশনাই ও ড্রোন শো সত্যি দর্শকদের মন জিতে নেয়। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি ছাড়া উড়িষ্যার রাজ্যপাল রঘুবর দাস ,মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ, উপজাতি মন্ত্রী জুয়েল ওঁরাও। উড়িষ্যার বিধান সভার স্পিকার , হাই কোর্টের প্রধান বিচারপতি, উপ মুখ্যমন্ত্রী এবং নৌবাহিনীর আধিকারিকরা মঞ্চে উপস্থিত ছিলেন।
Related Articles
লস্কর মেমোরিয়ালে নেভি ব্যান্ডের অসাধারণ কনসার্ট
Spread the loveপিয়ালি আচার্য,কলকাতা,১১.১১.২৪ :- জলসীমা পাহারায় অতন্দ্র প্রহরী যাঁরা, তাঁরাই সুরের ঝর্নাধারায় মুগ্ধ করলেন উপস্থিত সকলকে। ৮ নভেম্বর কলকাতার হেস্টিংস অঞ্চলের ন্যাপিয়ার রোডে লষ্কর মেমোরিয়ালে অনুষ্ঠিত হলো ইন্ডিয়ান নেভি ব্যান্ড কনসার্ট। প্রথমেই মুগ্ধ করে […]
Sea vigil -24 উপকূল প্রতিরক্ষায় দুর্ভেদ্য দুর্গ তৈরি করছে ভারতীয় নৌবাহিনী
Spread the loveপিয়ালি আচার্য, কলকাতা :- ১৯৯৩ এর বম্বে ব্লাস্ট বা ২৬/১১ মুম্বাই অ্যাটাকের দগদগে ক্ষত আমাদের স্মৃতিকে এখনো তাড়া করে। বিশেষ করে ২০০৮ এর ২৬ নভেম্বর জলপথে এসে যেভাবে কাসভ বাহিনী দেশের বাণিজ্য নগরীতে […]
যুদ্ধ জাহাজ INS সাবিত্রী দেখতে খিদিরপুর ডকে রীতিমতো সাড়া পড়ে গেছে
Spread the loveপিয়ালি আচার্য, কলকাতা :– INS সাবিত্রী ( P-53) ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ-জাহাজ। শুনে শিহরণ জাগছে! শুধু শুনে লাভ কি, নিজেরা আসুন, জাহাজে চড়ুন, শরিক হন রোমাঞ্চকর অভিজ্ঞতার। ভাবছেন কি ভাবে? খিদিরপুর ডক এর ৩ […]
Be the first to comment