রোজদিন ডেস্ক :- মঙ্গলবার ছিল সংবিধান দিবস। ভারতের সংবিধান রক্ষার ৭৫ বছর পূর্ণ হল ২৬ নভেম্বর ২০২৪। সেই উপলক্ষেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের ১৫তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শাসক দলের একাধিক নেতা থেকে লোকসভা বিরোধী দলনেতাও, গণতন্ত্র রক্ষার ৭৫তম বর্ষ পূরণের উদযাপনের এই দিনে উপস্থিত ছিলেন।
সেন্ট্রাল হলে রাষ্ট্রপতির ভাষণে উঠে আসে সংবিধান তৈরি করার যে কঠিন কাজ সেই কথা। তিনি বলেন, এই সংবিধান সাংঘাতিক মেধা, এবং তিন বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল। স্বাধীনতা সংগ্রামের ফল এই সংবিধান। সেই অতুলনীয় আন্দোলনের আদর্শকেও সংবিধানে বিশেষ গুরুত্ব এবং স্থান দেওয়া হয়েছে। সংবিধানের প্রস্তাবনাতেও সেই ভাবধারাকে সুস্পষ্ট রূপে সংক্ষিপ্ত ভাবে ব্যক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘ন্যায়, স্বন্ত্রতা, ক্ষমতা এবং বন্ধুতা এই আদর্শের উপরেই হয়েছে আমাদের সংবিধান। সংবিধানের প্রত্যেকটি গুণ একে অপরের পরিপূরক।’
এই দিন সেন্ট্রাল হলে সংবিধান দিবসে ভাষণ চলাকালীন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাশেই উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার স্পিকার জগদীপ ধনকড়। তাঁর পাশেই ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। অন্যদিকে ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার বিরোধী দলনেতা ওম বিড়লা, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং।
উল্লেখ্য, বলাই বাহুল্য সোমবার সংবিধান দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছাড়া আর কে কে ভাষণ দেবেন তা নিয়েও চাপানউতোর চলছিল শাসক-বিরোধী- দের মধ্যে। কংগ্রেসের দাবি ছিল যদি প্রধানমন্ত্রী ভাষণ দেন তাহলে বিরোধী দলনেতাকেও ভাষণ দেওয়ার সুযোগ দিতে হবে। কংগ্রেসের বক্তব্য ছিল গণতন্ত্রের সম্মান এবং নিরপেক্ষতা রক্ষার্থেই সেই সুযোগ দেওয়া উচিত। কিন্তু শেষ অবধি কে কে ভাষণ দেবেন, সেই সম্বন্ধে কিছুই জানা যায়নি। তবে এই দিন দেখা গেল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একাই বক্তব্য রাখেন। তবে বিতর্কের যে শেষ হয়নি বেলা গড়াতেই তা পরিষ্কার হয়ে যায়।
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য অভিযোগ করেন, সংসদ ভবনে সংবিধান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ‘অসম্মান’ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি সমাজমাধ্যমে সংবিধান দিবসের অনুষ্ঠানের ভিডিও পোস্ট করে আরও অভিযোগ করেছেন, জাতীয় সংগীত চলাকালীনও এদিক ওদিক তাকাচ্ছিলেন রাহুল। জাতীয় সংগীতের ভিডিওটি ছাড়াও আরও একটি ভিডিও পোস্ট করে মালব্য অভিযোগ করেছেন, “কংগ্রেস চিরকাল অসম্মান করেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। যেহেতু তিনি আদিবাসী মহিলা হওয়া সত্ত্বেও সর্বোচ্চ পদে বসেছেন। যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেনি রাহুল বা কংগ্রেস কেউই।
&Today, on this Constitution Day, we affirm again that we are proud of our Constitution.
The fundamentals of our Constitution ensure liberty, equality, justice, fraternity, democracy, and secularism. We abide by these values and I congratulate all my countrymen for upholding…
— Mamata Banerjee (@MamataOfficial) November 26, 2024
অন্যদিকে, ভারতের সংবিধান নিয়ে গর্ব অনুভব করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সংবিধান দিবসে এক্স হ্যান্ডেল পোস্টে শুভেচ্ছা বার্তা পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। পোস্টে মমতা লেখেন, ‘আজ, এই সংবিধান দিবসে, আমরা আরও একবার আমাদের সংবিধান নিয়ে গর্ব অনুভব করছি, আমরা গর্বিত। আমাদের সংবিধানের মৌলিক বিষয়গুলি হল স্বাধীনতা, সাম্য, ন্যায়বিচার, ভ্রাতৃত্ব, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। আমরা এই মূল্যবোধগুলোকে সম্মান করি ও মেনে চলি। এই মূল্যবোধগুলোকে ধরে রাখার জন্য আমি আমার সমস্ত দেশবাসীকে অভিনন্দন জানাই।’ তিনি আরও লেখেন, ‘যেহেতু আমাদের সংবিধান গৃহীত হওয়ার পর থেকে ৭৫ বছর পূর্ণ করছে। আমি সমস্ত দেশপ্রেমিক ভারতীয়দের অভিনন্দন জানাই। ৭৫ তম সংবিধান দিবসের শুভেচ্ছা।’
Be the first to comment