#MeToo নিয়ে কথা বলতে গিয়ে কেন এমন বললেন প্রীতি জিন্টা ? পড়ুন!

Spread the love
MeToo নিয়ে কথা বলতে গিয়ে কেন এমন বললেন প্রীতি জিন্টা ? তাঁর সঙ্গে এমন অভ্যবতা হলে মন্দ হতো না বললেন প্রীতি ৷ যা নিয়ে শুরু হয়েছে চর্চা ৷ প্রীতির মতে  বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোন সমস্যা নেই ৷ কাজের জন্য খুবই নিরাপদ ৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাতকারে এমনই তাঁর বক্তব্য ৷ একটি সাক্ষাতকারে তাঁর বক্তব্য চমকে উঠছে সকলে ৷
বলিউডে MeToo আন্দোলন নিয়ে সরব হয়েছেন অনেক অভিনেত্রী ৷ অনেক খারাপ অভিনেতা, পরিচালক বা প্রযোজকের পাল্লায় পড়তে হয়েছে বলে তাঁদের অভিযোগ ৷  শুরু হয়েছিল নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্তের অভিযোগ দিয়ে ৷ তারপর জল গড়িয়েছে অনেক দূর ৷ তবে প্রীতির মত একেবারেই অন্য ৷
তিনি বলছেন ইন্ডাস্ট্রিতে তাঁর কাজের অভিজ্ঞতা খুবই ভাল ৷ অন্যান্য ইন্ডাস্ট্রির তুলনায় বলিউড অত্যন্ত সুরক্ষিত ৷ খারাপ কোন অভিজ্ঞতার সম্মুখিন হননি তিনি ৷ তাই তাঁর কথায় বলিউড সেরা ৷ এতটা তো ঠিকই ছিল, কিন্তু বলিউডের গুণগান করতে গিয়ে তিনি বলে বসলেন যে তাঁর সঙ্গে শ্লীলতাহানির মতো ঘটনা ঘটলে মন্দ হত না ! এতেই অবাক হয়েছেন অনেকে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*