রাতভর টুইটেই প্রতি মুহূর্তের আপডেট দেন, পুলিশ অকারণে আমায় আটক করে; দাবী প্রিয়াঙ্কার

Spread the love

মাসানুর রহমান,

উত্তরপ্রদেশের সোনভদ্রে শ্যুটআউটে নিহত ১০ গ্রামবাসীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় পথেই আটকানো হয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢড়াকে। রাতে পুলিশের বাধা পেয়ে বিদ্যুৎহীন চুনার দুর্গেই রাত কাটান তিনি। সেখানে তিনি জানান দেখা না করে সেখান থেকে এক পাও নড়বেননা প্রিয়াঙ্কা। অবশেষে সেখানেই এসে প্রিয়ঙ্কার সাথে দেখা করেন নিহত গ্রামবাসীদের পরিবার।

আজ সকালেও নিহত গ্রামবাসীদের পরিবার যখন চুনার দুর্গে প্রিয়ঙ্কার সঙ্গে দেখা করতে যান তখন সেখানেও ঢুকতে তাঁদের বাধা দেয় পুলিশ। ট্যুইটে প্রিয়াঙ্কা লেখেন, টুইট করে প্রিয়ঙ্কা লেখেন, “উত্তরপ্রদেশ সরকার বারাণসীর এডিজি বৃষ ভূষণ, কমিশনার দীপক দীপক আগরওয়াল, ডিআইজি মির্জাপুর—-এদের তিনজনকে আমার কাছে পাঠিয়েছে, এটা বলার জন্য, যে আমি যেন নিহতদের পরিবারের সঙ্গে দেখা না করেই চলে যাই। গত এক ঘণ্টা ধরে ওঁরা এখানে বসে রয়েছেন। কিন্তু কোনও কাগজ দেখাতে পারছেন না আমায়।”

তিনি আরোও বলেন, প্রিয়াঙ্কার অভিযোগ, “পুলিশ বলে বারাণসী থেকে সোনভদ্রে আমি গাড়ি নিয়ে যেতে পারব না। ওঁদের কথা শুনে আমি চুপচাপ বসে যাই। কোনও ঝামেলা করিনি। তারপরেও আমায় কোন ভিত্তিতে আটক করা হলো? আমার আইনজীবীরাও জানিয়েছেন যে এ ভাবে আমায় আটক করাটা সম্পূর্ণ বেআইনি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*