বিভিন্ন রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে হার নিশ্চিত বুঝতে পেরেই, কৃষি আইন প্রত্যাহার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রকে তুলোধোনা করে একথা বললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ৷ শুক্রবার মোদীর ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সরকার বুঝতে পেরেছে যে, এ দেশে কৃষকদের থেকে কেউ বড় নয় ৷ এই আইন নিয়ে বিক্ষোভকে ঘিরে কেন কৃষকদের উপর পুলিশের লাঠি চলল, তাঁদের গ্রেফতার করা হল সেই প্রশ্ন তুলেছেন প্রিয়াঙ্কা ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকালে বিতর্কিত তিন কৃষি আইন বাতিল করার কথা ঘোষণা করার পরই সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ৷ আসন্ন নির্বাচনের আগে শুধুমাত্র ভোটব্যাঙ্কের কথা ভেবেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে তোপ দেগে তিনি বলেন, “৩৫০ দিনেরও বেশি সময়ের সংগ্রামে ৬০০ কৃষক শহিদ হয়েছেন ৷ নরেন্দ্র মোদীজি, আপনার মন্ত্রীর ছেলে কৃষকদের পিষে মেরে ফেলেছে, তাতে আপনার কিছু যায় আসে না ৷ আপনাদের দলের নেতারা কৃষকদের অপমান করেছেন, তাঁদের জঙ্গি, বিশ্বাসঘাতক, গুন্ডা, দুষ্কৃতী বলে সম্বোধন করেছেন ৷ আপনি নিজেও তাঁদের আন্দোলনজীবী বলেছেন ৷ তাঁদের মারধর করেছেন, গ্রেফতার করেছেন ৷
প্রিয়াঙ্কার প্রশ্ন, যখন কৃষকদের হত্যা করা হচ্ছিল, তাঁদের উপর লাঠি চালানো হচ্ছিল, গ্রেফতার করা হচ্ছিল – তখন সেটা কে করছিল ? আপনাদের সরকার ৷ আজ আপনি বলছেন যে আইন প্রত্যাহার করা হবে ৷ কী ভাবে আমরা আপনাকে বিশ্বাস করব ? তবে আমি খুশি যে সরকার বুঝতে পেরেছে এই দেশে কৃষকদের থেকে কেউ বড় নয় ৷”
শুক্রবার সকালে টুইটেও একই অভিযোগ করেছিলেন প্রিয়াঙ্কা ৷ প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি লেখেন, এখন নির্বাচনে হার নিশ্চিত বুঝতে পেরে আপনি আচমকা দেশের বাস্তব বুঝতে শুরু করেছেন ৷ এই দেশ কৃষকরা তৈরি করেছেন, এটা কৃষকদের দেশ, তাঁরাই দেশের প্রকৃত রক্ষাকর্তা এবং কৃষকদের স্বার্থের কথা না-ভেবে কোনও সরকারই দেশ চালাতে পারবে না ৷ আপনার উদ্দেশ্য ও আচরণের পরিবর্তনকে বিশ্বাস করা কঠিন ৷
কৃষি আইন বাতিল হওয়ার ঘটনা নিয়ে কোনও রাজনৈতিক দলেরই কৃতিত্ব নেওয়া ঠিক নয় বলেও মত সনিয়া-কন্যার ৷ তাঁর বক্তব্য, এটা কৃষকদের আন্দোলনের জয় ৷
Be the first to comment