আসন্ন নির্বাচনে হার নিশ্চিত বুঝেই কৃষি আইন প্রত্যাহার মোদীরঃ প্রিয়াঙ্কা গান্ধী

Spread the love

বিভিন্ন রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে হার নিশ্চিত বুঝতে পেরেই, কৃষি আইন প্রত্যাহার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রকে তুলোধোনা করে একথা বললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ৷ শুক্রবার মোদীর ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সরকার বুঝতে পেরেছে যে, এ দেশে কৃষকদের থেকে কেউ বড় নয় ৷ এই আইন নিয়ে বিক্ষোভকে ঘিরে কেন কৃষকদের উপর পুলিশের লাঠি চলল, তাঁদের গ্রেফতার করা হল সেই প্রশ্ন তুলেছেন প্রিয়াঙ্কা ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকালে বিতর্কিত তিন কৃষি আইন বাতিল করার কথা ঘোষণা করার পরই সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ৷ আসন্ন নির্বাচনের আগে শুধুমাত্র ভোটব্যাঙ্কের কথা ভেবেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে তোপ দেগে তিনি বলেন, “৩৫০ দিনেরও বেশি সময়ের সংগ্রামে ৬০০ কৃষক শহিদ হয়েছেন ৷ নরেন্দ্র মোদীজি, আপনার মন্ত্রীর ছেলে কৃষকদের পিষে মেরে ফেলেছে, তাতে আপনার কিছু যায় আসে না ৷ আপনাদের দলের নেতারা কৃষকদের অপমান করেছেন, তাঁদের জঙ্গি, বিশ্বাসঘাতক, গুন্ডা, দুষ্কৃতী বলে সম্বোধন করেছেন ৷ আপনি নিজেও তাঁদের আন্দোলনজীবী বলেছেন ৷ তাঁদের মারধর করেছেন, গ্রেফতার করেছেন ৷

প্রিয়াঙ্কার প্রশ্ন, যখন কৃষকদের হত্যা করা হচ্ছিল, তাঁদের উপর লাঠি চালানো হচ্ছিল, গ্রেফতার করা হচ্ছিল – তখন সেটা কে করছিল ? আপনাদের সরকার ৷ আজ আপনি বলছেন যে আইন প্রত্যাহার করা হবে ৷ কী ভাবে আমরা আপনাকে বিশ্বাস করব ? তবে আমি খুশি যে সরকার বুঝতে পেরেছে এই দেশে কৃষকদের থেকে কেউ বড় নয় ৷”

শুক্রবার সকালে টুইটেও একই অভিযোগ করেছিলেন প্রিয়াঙ্কা ৷ প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি লেখেন, এখন নির্বাচনে হার নিশ্চিত বুঝতে পেরে আপনি আচমকা দেশের বাস্তব বুঝতে শুরু করেছেন ৷ এই দেশ কৃষকরা তৈরি করেছেন, এটা কৃষকদের দেশ, তাঁরাই দেশের প্রকৃত রক্ষাকর্তা এবং কৃষকদের স্বার্থের কথা না-ভেবে কোনও সরকারই দেশ চালাতে পারবে না ৷ আপনার উদ্দেশ্য ও আচরণের পরিবর্তনকে বিশ্বাস করা কঠিন ৷

কৃষি আইন বাতিল হওয়ার ঘটনা নিয়ে কোনও রাজনৈতিক দলেরই কৃতিত্ব নেওয়া ঠিক নয় বলেও মত সনিয়া-কন্যার ৷ তাঁর বক্তব্য, এটা কৃষকদের আন্দোলনের জয় ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*