কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ মনোনীত হলো অস্কারে

Spread the love

 

রোজদিন ডেস্ক:- 

কিরণ রাও-এর অসাধারন লাপাতা লেডিস অস্কার ভারতের অফিসিয়াল জমা হিসাবে নির্বাচিত হয়েছে। ২০২৫ সালের অস্কারের জন্য মনোনীত হলো কিরন রায়ের পরিচালিত ছবি ‘লাপাতা লেডিস’। মোট ২৯ টি ছবির মধ্যে শ্রেষ্ঠ হয়েছে কিরণ রাও এর এই ছবিটি।
ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া (এফএফআই) এর জুরি দ্বারা এই ঘোষণা করা হয়েছিল যে শীর্ষ সংস্থাটি বার্ষিক সেরা আন্তর্জাতিকের জন্য একাডেমি পুরস্কারের জন্য ভারতীয় অফিসিয়াল এন্ট্রি নির্বাচন করে। ফিচার ফিল্ম, সোমবার, 23 সেপ্টেম্বর।

রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’, কার্তিক আরিয়ানের ‘চান্দু চ্যাম্পিয়ন’, প্রভাসের ‘কল্কি’, ভিকি কৌশলের ‘শ্যাম বাহাদুর’, রাজকুমার রাওয়ের ‘শ্রীকান্ত’, জাতীয় পুরস্কারপ্রাপ্ত মালায়লাম ছবি ‘অ্যাটাম’ এই অস্কার মনোনয়নের প্রতিদ্বন্দ্বিতায় ছিল। সব ছবিকে পিছনে ফেলে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগের জন্য ৯৭তম অ্যাকাডেমি পুরস্কারে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে ‘লাপাতা লেডিস’। আর এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠেছে। প্রশ্ন উঠছে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল?
৭৭তম কান চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কারপ্রাপ্ত ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ কেন গেল না অস্কারে? তা নিয়ে প্রশ্ন করছেন নেটিজেনদের একাংশ। লাপাতা লেডিসের থেকে অল উই ইমাজিন অ্যাজ লাইট অস্কারের জন্য আরও যোগ্য বাছাই ছিল বলে মত অনেকের। পায়েল কাপাডিয়ার ড্রামা ফিল্ম ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’-এর বদলে লাপাতা লেডিজকে বেছে নেওয়ায় হতাশ অনেক নেটিজেনরা।

ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া (এফএফআই) ২৯টি শর্টলিস্ট করা ছবির তালিকা থেকে ‘লাপাতা লেডিস’কে বেছে নিয়েছে। এমন সিদ্ধান্তের কারণ জানিয়েছেন, এফএফআই জুরি চেয়ারম্যান জানু বড়ুয়া। তিনি জানান, জুরিকে এমন একটি চলচ্চিত্র বেছে নিতে হয়, যা সব দিক থেকে পারফেক্ট। অর্থাৎ ভারতের সমাজ ব্যবস্থা ও সংস্কৃতিকে তুলে ধরবে এমন একটি সিনেমা দরকার ছিল। তাই ‘লাপাত লেডিস’কে বেছে নেওয়া হয়েছে। কারণ সিনেমাটিতে এমন অনেক দৃশ্য রয়েছে, যা শিক্ষনীয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*