অনিকেত , অনুষ্টুপের পর শারীরিক অবস্থার অবনতি পুলস্ত্য আচার্যের

Spread the love

 

রোজদিন ডেস্ক :-

অনিকেত, অনুষ্টুপের পর এবার পুলস্ত্য আচার্যের শারীরিক অবস্থার অবনতি । রবিবার রাতেই তাঁকে এনআরএস-এর জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর , “পুলস্ত্য আচার্য সাত দিন ধরে অনশনে ছিলেন। ফলে তাঁর মানসিক সচেতনতা কমে যায়। অবচেতন হওয়ার মতো পরিস্থিতি হলে এবং পেটে প্রচণ্ড ব্যাথা হলে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এই মুহূর্তে তাঁর অবস্থা গম্ভীর কিন্তু স্থিতিশীল।” হাসপাতালের প্রথম বর্ষের অ্যানাস্থেসিয়া বিভাগের পিজিটি পুলস্ত্য। ১৯৪ ঘণ্টা অনশনের পর তাঁর শরীর ভীষণভাবেই খারাপ হতে শুরু করেছিল।
তাঁর শরীরে সোডিয়াম, পটাশিয়াম এবং অ্যাসিড বেসের মাত্রার পরিবর্তন হওয়ার ফলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় বলে খবর।
গত শনিবার রাতে ধর্মতলার ধর্নামঞ্চে অনুষ্টুপ মুখোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন। এখনও তিনি কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। এর আগে আরজি করের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো অসুস্থ হয়ে আরজি করে ভর্তি হন। দুজনের অবস্থা স্থিতিশীল হলেও সঙ্কট কাটেনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*