ফের এনকাউন্টার জম্মু ও কাশ্মীরে ৷ পুলওয়ামা জেলার চাতপোরায় সেনাবাহিনীর সঙ্গে তীব্র গুলিবিনিময়ে প্রাণ গিয়েছে এক জঙ্গির। কাশ্মীর জোন পুলিশ তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে টুইট করে জানিয়েছে, পুলওয়ামার চাতপোরা এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে ৷ পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা অভিযান চালাচ্ছে ৷ পুলিশ পরে জানিয়েছে যে, একজন জঙ্গি মারা গিয়েছে ৷ তল্লাশি অভিযান চালানো হচ্ছে ৷ আশপাশে আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তার খোঁজে চিরুনি তল্লাশি চলছে ৷
বাহিনীর কাছে গোপন সূত্রে খবর আসে যে, পুলওয়ামার চাতপোরা এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েক জন জঙ্গি ৷ এই খবর পেয়ে পুলিশ, সিআরপিএফ-এর যৌথ বাহিনী অভিযান চালায় ও গোটা এলাকা ঘিরে ফেলে ৷ নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করলে পাল্টা গুলি চালান জওয়ানরাও ৷ শুরু হয়ে যায় এনকাউন্টার ৷ রবিবার সারারাত ধরে চলে তীব্র গুলির লড়াই ৷ নিকেশ করা হয় একজন জঙ্গিকে ৷ আজ ভোর ৩টে পর্যন্ত চলে এনকাউন্টার ৷
জানা গিয়েছে, এনকাউন্টারে মৃত জঙ্গি উত্তর কাশ্মীরের চোগাল হান্দওয়ারায় থাকত ৷ তবে তার পরিচয় এখনও জানানো হয়নি ৷
Be the first to comment